এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি বিজেপির পথে পা বাড়ালেন ব্রাত্য হয়ে থাকা এই তৃনমূল হেভিওয়েট বিধায়ক, মন্তব্য নিয়ে জল্পনা

এবার কি বিজেপির পথে পা বাড়ালেন ব্রাত্য হয়ে থাকা এই তৃনমূল হেভিওয়েট বিধায়ক, মন্তব্য নিয়ে জল্পনা

লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পর থেকেই রাজ্যের একাধিক তৃণমূল বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলররা সবুজ জার্সির বদলে গায়ে গেরুয়া জার্সি পরতে শুরু করেন। এমনকি জল্পনা বাড়িয়ে ভবিষ্যতে আরও বেশকিছু কাউন্সিলার বিজেপিতে নাম লেখাবেন বলে জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপি হেভিওয়েট নেতারা।

আর এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সৈনিক হিসেবে পরিচিত সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা প্রবীণ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিজেপিতে যোগদান নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল। কিন্তু হঠাৎ এই সম্ভাবনা তৈরি হল কেন!

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সবকিছু ঠিকঠাক থাকলেও যতদিন এগিয়েছে ততই সেই হুগলির হরিপালের তৃণমূল বিধায়ক তথা ছাত্র বেচারাম মান্নার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। আর যার জেরে রবীন্দ্রনাথবাবু দলের মূলস্রোত থেকে অনেকটাই পেছনের সারিতে চলে আসেন। আর এরই মাঝে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় জয়লাভ করার পর সিঙ্গুরে শিল্প স্থাপনের দাবি তোলে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এই সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের জমিতে কোনোমতেই শিল্প করা যাবে না বলে আন্দোলন করে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলস্বরুপ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। আর যে লড়াইয়ে তার পাশে থাকতে দেখা গেছে এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকেও।

কিন্তু এবার লকেট চট্টোপাধ্যায় সুরে সুর মিলিয়ে সেই একই সুরে শিল্প স্থাপনের কথা শোনা গেল রবীন্দ্রনাথবাবুর গলাতেও। যা নিয়ে এবার রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে জল্পনা। তাহলে কি সিঙ্গুরের এই তৃণমূল বিধায়কও অবশেষে বিজেপিতে যোগদান করতে চলেছেন?

বিশেষজ্ঞদের মতে, একদিকে বেচারাম মান্নার সঙ্গে দ্বন্দ্ব এবং তার জেরে দলের শেষ সারিতে পড়ে থাকা এবং অন্যদিকে সম্প্রতি লকেট চট্টোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে সিঙ্গুরের শিল্প স্থাপনের কথা বলায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও এই নিয়ে তৃণমূল বিধায়ক ও বিজেপি মুখ খোলেন নি কোনো পক্ষই। এদিকে রবিবাবুর অনুগামীদের দাবি এমন কোনো কিছু তাদের জানা নেই। কিন্তু জল্পনা চলছেই।

তবে যদি তৃণমূলের এই প্রবীণ নেতা বিজেপিতে যোগ দেয়, তাহলে সিঙ্গুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চাপে পড়তে চলেছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞমহল। তবে কি হবে, আদৌ তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা, নাকি তৃণমূল থেকেই তার রাজনৈতিক জীবন তিনি চালিয়ে যাবেন এখন সেদিকেই তাকিয়ে সকলে‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!