এখন পড়ছেন
হোম > জাতীয় > এটিএমের মধ্যে নষ্ট লক্ষ লক্ষ টাকার নোট, পিছনে কার হাত – বাড়ছে জল্পনা

এটিএমের মধ্যে নষ্ট লক্ষ লক্ষ টাকার নোট, পিছনে কার হাত – বাড়ছে জল্পনা


আজব কান্ড এটিএমে! কিছুদিন আগেই যেখানে পর্যাপ্ত নোটের অভাবে দেশের বেশ কিছু রাজ্যে টাকার জন্য হাহাকার দেখা দিয়েছিল, সেখানে এটিএমের বাইরে লক্ষ লক্ষ টাকার কুঁচি কুঁচি করে ছেঁড়া নোট পরে! ঘটনাটি ঘটেছে – অসমের তিনসুকিয়ার একটি স্টেট ব্যাংকের এটিএম মেশিনের বাইরে, যা এখন স্কিল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ব্যাঙ্ক-কর্মীদের দাবি ঘটনার পিছনে আসলে ইঁদুরদের ‘সার্জিকাল স্ট্রাইক’, কিন্তু এটিএমের মধ্যে সত্যিই কি ইঁদুরের এইভাবে ঢুকে নোট নষ্ট করা সম্ভব – উঠছে প্রশ্ন, আর তা খতিয়ে দেখতে আসরে পুলিশ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে

সূত্রের খবর, গত ১৯ মে ২৯ লক্ষ টাকা ওই এটিএমে ভরা হয়, কিন্তু পরের দিন থেকেই এটিএম কাজ করা বন্ধ করে দেয়। সবাই ভেবেছিলেন যান্ত্রিক ত্রুটি, খবর দেওয়া হয় মেকানিককে। মেকানিক এসে এটিএম খুলতেই চক্ষু চড়কগাছ! এটিএমের মেঝেতে ছড়িয়ে কয়েক লক্ষ টাকার ৫০০ ও ২০০০ টাকার নষ্ট হয়ে যাওয়া নোট। ব্যাংকার হিসাবে যা প্রায় ১২ লক্ষ টাকার নোট। বাকি টাকা অক্ষত অবস্থাতেই পাওয়া গেছে। কিন্তু ইঁদুরের হানায় এটিএমের মধ্যে নোট নষ্ট হয়ে যাওয়ার নজির দেশের মধ্যে সম্ভবত এটিই প্রথম – তাই ঘটনার সত্যতা উদ্ধারে আসরে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!