এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পিবি এক্সক্লুসিভ – মহেশতলা উপনির্বাচনের এক্সিট পোল, কি হতে চলেছে ফলাফল?

পিবি এক্সক্লুসিভ – মহেশতলা উপনির্বাচনের এক্সিট পোল, কি হতে চলেছে ফলাফল?


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক কস্তুরী দাসের অকালপ্রয়ানে কলকাতার উপকন্ঠে মহেশতলায় আজ হয়ে গেল উপনির্বাচনের ভোটগ্রহণ। এই উপনির্বাচনে লড়াই হল ত্রিমুখী – শাসকদল তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছিল প্রয়াত কস্তুরীদেবীর স্বামী দুলাল দাসকে, বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ আর কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ছিলেন প্রভাত চৌধুরী। কেন্দ্রীয়বাহিনীর তত্বাবধানে দুই একটি ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ সারাদিন ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণ ছিল। ভোটপর্ব মেটার সাথে সাথেই আমাদের সমীক্ষক দল মহেশতলা বিধানসভা এলাকা ঘুরে সেখানে কি ফলাফল হতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে।

প্রিয়বন্ধু মিডিয়ার করা এক্সক্লুসিভ এক্সিট পোল অনুযায়ী মহেশতলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা নিম্নরূপ ভোট পেতে পারেন –

১. তৃণমূল কংগ্রেস – ৪৫%
২. বিজেপি – ৩৪%
৩. বামফ্রন্ট – ১৯%
৪. নোটা – ২%

অর্থাৎ আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুজিত ঘোষকে ২০,০০০ – ২৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!