এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মহেশতলা উপনির্বাচন – লাইভ বিকেল ৫ টা – বিজেপি এজেন্টের উপর হামলার অভিযোগ

মহেশতলা উপনির্বাচন – লাইভ বিকেল ৫ টা – বিজেপি এজেন্টের উপর হামলার অভিযোগ


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক কস্তুরী দাসের অকালপ্রয়ানে আজ কলকাতার উপকন্ঠে মহেশতলা বিধানসভায় উপনির্বাচন চলছে। কেন্দ্রীয়বাহিনীর তত্বাবধানে সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটগ্রহণ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। শেষ খবর অনুযায়ী, বিকেল ৫:০০ টা পর্যন্ত ভোট পড়েছে ৭০.০১%, ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত। উপনির্বাচনের হিসাবে, ভোটের হার একটু বেশির দিকেই।

তবে সকালের দিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও, দুপুরের দিকে সামান্য উত্তেজনা দেখা দেয়। বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু জায়গায় ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর আসতে থাকে, ফলে সেখানে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকে। এর পরিপ্রেক্ষিতে, মহেশতলা পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পীযূস দাস অভিযোগ করেন ইভিএম বিকল করে বিজেপিকে সাহায্য করছে নির্বাচন কমিশন। তবে বিজেপি বা বাম কোনো প্রার্থীই এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ করেননি। কিন্তু ভোটগ্রহণের একদম শেষলগ্নে এসে বিকেল ৫:০০ টা নাগাদ ২৭৪ নম্বর বুথে বিজেপি এজেন্টের উপর হামলার অভিযোগ উঠল, অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!