এখন পড়ছেন
হোম > রাজ্য > ৫০টি বিজেপি পরিবারকে ফিরিয়ে সম্প্রীতির ছবি দেখালো তৃণমূল

৫০টি বিজেপি পরিবারকে ফিরিয়ে সম্প্রীতির ছবি দেখালো তৃণমূল


পঞ্চায়েত ভোট নিয়ে অশান্ত ছিল বাংলা। বাদ যায়নি বাগনানও। গত ১৪ মে পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাগনানের বিভিন্ন এলাকা। আর বিজেপি -র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা তৃণমূল সমর্থকদের বাড়ি ও দোকান ভাঙচুর করেছে শুধু তাই নয় অভিযোগ ছিল ব্যালট বক্স ছিনতাই করারও। যদিও পাল্টা এই সব অভিযোগ বিজেপিও এনেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ছিল যে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এর পর থেকেই ঘরছাড়া এলাকার বিজেপি সমর্থিত এই ৫০টি পরিবার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বাগনানের বিধায়ক অরুণাভ সেন -এর নেতৃত্বে আজ ৫০টি পরিবারকে ঘরে ফেরানো হয়। সাথে তাদের হাতে আর্থিক সাহায্য, ত্রিপল ও কম্বল তুলে দেওয়া হয়। এই নিয়ে অরুণাভবাবু বলেন যে, “প্রত্যেকের নিজের নিজের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তারজন্য এলাকায় অশান্তি ছড়ানো যাবে না। দু’পক্ষকে মিলেমিশে থাকতে বলেছি।” যদিও পরোক্ষভাবে বিজেপিকে বিঁধতে ছাড়েননি। তিনি বলেন যে,”এই পরিবারগুলিকে দিয়ে এতদিন বিভিন্ন রাজনৈতিক দল এলাকায় অশান্তির তৈরি করত। এলাকার” সাথে তাঁর মানুষের কাছে আবেদন যেন ভবিষ্যতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে যেন তাঁরা নজর দেন। এই নিয়ে খুশির হাওয়া বিজেপিতেও। বিজেপি নেতা বিকাশ ধাড়া জানান যে,”ভোটের দিন ঝামেলার পর থেকে আমরা ঘরছাড়া ছিলাম। বিধায়ক নিজে দায়িত্ব নিয়ে আমাদের বাড়ি ফেরানোয় আমরা খুশি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!