এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার হাত ছেড়ে কে কে মোদির হাত ধরছেন আজ দিল্লিতে , জেনে নিন

মমতার হাত ছেড়ে কে কে মোদির হাত ধরছেন আজ দিল্লিতে , জেনে নিন


লোকসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের ভরাডুবি হওয়ার পর এই ঘাসফুল শিবিরের অন্দরমহল ভাঙতে শুরু করেছে।লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির উত্থানের পর একের পর এক পৌরসভার কাউন্সিলর এবং বিধানসভার বিধায়করা বিজেপিতে যোগদান করতে শুরু করেন। ইতিমধ্যেই রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ওঠা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছেন শাসক দলের একাধিক কাউন্সিলার এবং বিধায়করা। যার জেরে রাজ্যের অনেক বিধানসভা এবং অনেক পৌরসভাতেই গেরুয়া রং লেগে যায়।

জানা যাচ্ছে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন একাধিক তৃণমূল নেতা। ও বিধায়ক। জানা হচ্ছে যে, এবার কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারির বিজেপিতে যোগদান করবেন। আর একটা তিনি নিজে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে  আজই দিল্লিতে বিপ্লব মিত্র এবং তার অনুগামীরা বিজেপিতে যোগ দেবেন। যেখানে তার সাথে রয়েছেন গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলররা এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের একাধিক সদস্য। জানা গেছে যে এনারা সকলেই দিল্লিতে রয়েছেন ও আজ সোমবার কৈলাশ বিজয়বর্গীও ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন।

ফলে একটা বড় অংশ তৃণমূলের হাতছাড়া হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল। যদিও এই নিয়ে এখনো তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিজেপি ও এখনো সরকারিভাবে কিছু ঘোষণা করে নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!