এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুভেন্দু-গড়ে অভিনব ঘুঁটে-উৎসব, রকমারি ঘুঁটের শৈল্পিক উৎকর্ষের সমাহার

শুভেন্দু-গড়ে অভিনব ঘুঁটে-উৎসব, রকমারি ঘুঁটের শৈল্পিক উৎকর্ষের সমাহার


বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় আসীন হতেই তাঁর হাত ধরে একের পর এক উৎসবের সূচনা হয়েছে বাংলার কৃষ্টিকে, বাংলার শিল্পকে তুলে ধরতে। আর এবার মুখ্যমন্ত্রীর অনুগত সৈনিক তথা রাজ্যের শাসকদলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর গড়ে হয়ে গেল অভিনব ঘুঁটে উৎসব। হলদিয়া পৌরসভার ‘সুবর্ণ জয়ন্তী মঞ্চে’ গত রবিবার ‘সুতাহাটা বরিষ্ঠ নাগরিক মঞ্চের উদ্যোগে’ হয়ে গেল এই ঘুঁটে উৎসব।

গ্রামীণ বাংলার অন্যতম বৈশিষ্ট ঘুঁটের উৎকর্ষকে তুলে ধরতেই এই ঘুঁটে উৎসবের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। ঘুঁটের প্রদর্শনীর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। তবে এই উৎসবের মূল আকর্ষণ ছিল – গোবর ও ঘুঁটের উপর মনোজ্ঞ আলোচনা, বিভিন্ন প্রকার ঘুঁটে ও ঘুঁটের মালা প্রদর্শন, গ্রামের ঘুঁটে শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন এবং সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সমমনা জ্ঞাপন ও অভিজ্ঞান প্রদান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!