এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তমলুকে বিজেপির প্রার্থী কে? ঘোষণার আগেই অভিজিৎকে সঙ্গে নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর!

তমলুকে বিজেপির প্রার্থী কে? ঘোষণার আগেই অভিজিৎকে সঙ্গে নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই বিজেপিতে যুক্ত হয়েছেন। তবে তিনি বিজেপিতে যোগদান করার পর থেকেই একটা জল্পনা তৈরি হয়েছে যে, তাকে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপির তরফে সেরকম কিছু ঘোষণা করা হয়নি। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় সেই ঘোষণা হতে পারে। কিন্তু বিজেপির মত দলে ঘোষণা হওয়ার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী তমলুকে পৌঁছে গেলেন, তাতে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। সকলে বলছেন, অভিজিৎ গাঙ্গুলীর তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

অনেকে আবার বলছেন, বিজেপি নাকি শৃঙ্খলা পরায়ন দল! তাহলে তাদের মত দলে প্রার্থী ঘোষণার আগেই কেন এই ধরনের প্রচার শুরু করে দেওয়া হলো? তবে যারা এই কথা বলছেন, তারা হয়ত তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূলের  নেতারা যদি ভেবে থাকেন যে, তমলুকের মত জায়গায় বাজিমাত করবে, তাহলে  চরম মূর্খের স্বর্গে বাস করছে‌। তাই আজ বিন্দুমাত্র দেরি না করে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নিলেন, তাতে ব্যাপক উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা।প্রসঙ্গত, আজ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তমলুকে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতৃত্ব এবং কর্মীরাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাদরে অভ্যর্থনা জানান। আর এই চিত্র সামনে আসতেই বিজেপির তরফে অনেকে বলছেন যে, এটাই তো সঠিক কাজ। কারণ দলের তরফে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে যে, কে কোথায় প্রার্থী হবে। সেদিক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া এবং সেই ঘোষণা করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এখন বসে না থেকে প্রচার শুরু করে দেওয়া প্রয়োজন। তাই তৃণমূলের এখানে জামানত জব্দ করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আজ থেকেই ঘরোয়া বৈঠকের মধ্যে দিয়ে রননীতি তৈরি করে জয়ের পথে পা বাড়ানোর জন্য শুভেন্দু অধিকারীর এই কৌশল। আর এর ফলে বিজেপি কর্মীরাও যথেষ্ট চাঙ্গা হয়ে উঠবেন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে, এবারের লোকসভার নির্বাচনে কাঁথি, তমলুক, ঘাটাল, আরামবাগ সহ বিভিন্ন আসনে তৃণমূলকে তিনি পরাজিত করবেন। তিনি দেখিয়ে দেবেন যে, তৃণমূল মানুষের কাছে প্রত্যাখ্যাত। তবে বিজেপি তৃণমূলের আগে 20 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও পর্যন্ত 22 টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি। তবে তৃণমূল আবার 42 টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে প্রার্থীদের প্রচার করার নির্দেশ দিয়েছে। সেদিক থেকে তৃণমূলের ছোকরা নেতা তমলুকের মানুষকে ভুল বুঝিয়ে প্রচার করছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তমলুক যখন বিজেপির পক্ষে রয়েছে, তখন প্রার্থী তালিকা ঘোষণা না হলেও হয়ত চূড়ান্ত হয়ে গিয়েছে। আর সেই খবর পেয়েই অভিজিৎ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে তমলুকের মাটি চষে ফেলতে আজ থেকেই ময়দানে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। আর এর ফলেই ভোটের বাক্সে তৃণমূল প্রার্থীর জামানত জব্দ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!