এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মানুষ মোদীর সঙ্গে, 19 এর থেকেও ভালো ফল হবে বিজেপির! অর্জুনের মন্তব্যে জেরবার তৃণমূল!

মানুষ মোদীর সঙ্গে, 19 এর থেকেও ভালো ফল হবে বিজেপির! অর্জুনের মন্তব্যে জেরবার তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভার ভোট যে দেশের ভোট, আর দেশের মানুষ যে কেউ দেশ পাকিস্তান বা ইজরাইল হয়ে যাক, সেটা চায় না, এটা সকলেই জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই আওয়াজ তুলুন না কেন, যতই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠুক না কেন, তিনিও খুব ভালো করে বুঝতে পারছেন যে, তার দলের অনেকেও তার এই কথা মেনে নিতে পারছেন না। কেন্দ্রীয় সরকার তাদের একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে। আর তাতে রীতিমত চোখে সর্ষেফুল দেখতে এই রাজ্যের শাসক দল। টিকিট না পেয়ে অভিমানী অর্জুন সিংহ তৃণমূলের বিরুদ্ধে যে কথা বললেন, তা নিয়ে অবশ্যই চর্চা তৈরি হয়েছে। কিন্তু এর পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। বিজেপিকে নিয়ে অর্জুন সিংহ যে কথা বললেন, যেভাবে মানুষের পালস তুলে ধরলেন, তাতে ব্যাপক চাপে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। কিন্তু কি এমন বললেন অর্জুন সিংহ?

প্রসঙ্গত, এবার ব্যারাকপুর থেকে তৃণমূলের তরফে অর্জুন সিংহকে টিকিট দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি টিকিট পাননি। আর তারপর থেকেই তার অভিমান তৈরি হয়েছে। আজকে সাংবাদিক বৈঠকে সেই অর্জুন সিংহ বিজেপির পক্ষেই মতামত দিলেন। এখনও পর্যন্ত তিনি বিজেপিতে যোগদান না করলেও যে কথা বললেন, তা চমকে দেওয়ার মত। অর্জুন সিংহ বলেন, “মানুষের আবেগ মোদিজীর সঙ্গেই রয়েছে। নিশ্চিত করেই ২০১৯ এর লোকসভা থেকে এবার ভালো ফলাফল হওয়া উচিত বিজেপির।” আর এতেই তৃণমূলের সমস্ত স্তরের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা রীতিমত হতাশ হয়ে পড়েছেন। অনেকে বলছেন, অর্জুন সিংহ এখন অভিমানী হয়েই এই কথা বলছেন। কিন্তু এটা তৃণমূলের যারা একদম কোর কমিটিতে রয়েছেন, যারা জেলায় জেলায় নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তাদেরও মনের কথা। কারণ সকলেই জানে যে, মানুষের বিশ্বাস বিজেপির সঙ্গে রয়েছে। তৃণমূলের আমলে যে দুর্নীতি, যে অত্যাচার, যে সন্দেশখালির মত ঘটনা সামনে এসেছে, তাতে মানুষ এই সরকারকে বিদায় জানাতে তৈরি। তাই লোকসভাতে ঠিকমতো নির্বাচন হলে বিজেপি গতবারের থেকে বেশি আসন এই বাংলা থেকে পাবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, খুব দ্রুত অর্জুন সিংহ বিজেপিতে যোগদান করতে পারেন। তবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সময় তিনি যে কথা বললেন, তাতে বোঝাই যাচ্ছে যে, তৃণমূল খুব একটা ভালো জায়গায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো মিলে বিজেপির বিরুদ্ধে ব্রিগেড সমাবেশ থেকে অনেক বড় বড় কথা বলেছেন। তবে সেই সমাবেশে যারা গিয়েছেন, সেই সমস্ত তৃণমূল কর্মীরাও দলের অভ্যন্তরীণ পরিস্থিতি জানেন। যারা তৃণমূলের হয়ে ভোট করবেন, তারাও হয়ত দিনের শেষে বিজেপিতেই ভোটটা দেবেন। কারণ বিজেপি দেশকে সুরক্ষিত রাখার কাজ করছে‌। তাই সাধারণ মানুষ হিসেবে সকলেই নিজেদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে তলায় তলায় বিজেপির পক্ষেই জনমত দেওয়ার জন্য তৈরি। তাই গলা ফাটিয়ে বা বড় বড় ডায়লগ দিয়েও লাভ হবে না মমতা বন্দোপাধ্যায়ের। বরঞ্চ এবার বাংলায় আরও বড় পরাজয় দেখার জন্য তৈরি থাকুক তৃণমূল কংগ্রেস। অর্জুন সিংহের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!