এখন পড়ছেন
হোম > জাতীয় > দাম নিয়ন্ত্রণের অধিকার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক! মোদীর চাপ বাড়িয়ে বড়সড় দাবি মমতার

দাম নিয়ন্ত্রণের অধিকার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক! মোদীর চাপ বাড়িয়ে বড়সড় দাবি মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্রীয় শাসকদল বিজেপির অন্যতম বিরোধী মুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিল, পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। বারবার কেন্দ্রের পরিকল্পনার বিরোধিতা করেছেন তিনি। গতকাল কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে একদিকে যেমন বিলগ্নীকরণ, বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তেমনি তিনি দাবি জানিয়েছেন যে, দাম নিয়ন্ত্রণের অধিকার রাজ্যের হাতে ফিরিয়ে দিতে। কারণ, অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এভাবে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর চাপ বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে, সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার দাবি, কেন্দ্র কখনোই এয়ার ইন্ডিয়া, কয়লা খনি, বিএসএনএল, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা ভেল, ব্যাংক ও প্রতিরক্ষা ক্ষেত্রের মতো দেশের সম্পদ বিক্রি করে দিতে পারে না। তিনি দাবি করেছেন বিলগ্নীকরণ, বেসরকারিকরণের নীতি প্রত্যাহার করতে। টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন,” আমরা কিছুতেই দেশের সম্পদ বিজেপি’র ব্যক্তিগত সম্পত্তি হতে দিতে পারি না। ”

অন্যদিকে নয়া কৃষি আইন নিয়ে স্থানে স্থানে চলছে আন্দোলন। নয়া কৃষি বিল বিরোধী আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভা থেকে এই বিলকে কৃষকের জন্য সর্বনাশা বলে কটাক্ষ করেছিলেন তিনি। আক্রমণ করেছিলেন তিনি বিজেপিকে। কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, কৃষকের জীবন জীবিকা সম্পর্কে তিনি অনেকটা ওয়াকিবহাল। কৃষককে সর্বস্বান্ত করে দেবার এই বিল প্রত্যাহারের দাবি জানান তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, এই বিল প্রত্যাহার করা না হলে, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হবে। প্রথম থেকেই এই বিলের তিনি বিরোধিতা করছেন বলে জানালেন।

আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্র অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে দিয়ে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারের অধিকারকে খর্ব করেছে। তৃণমূলের অভিযোগ, এর কারণেই গত জুন মাসের গোড়া থেকে আলু, পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের বিপদ বাড়ছে। ইতিপূর্বে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এ বিষয়ে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে, এরপরেও পরিস্থিতির কোন বদল হয়নি।

গতকালের টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র যদি অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে দাম নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেয়া হোক রাজ্যকে। সেই সঙ্গে তিনি জানালেন যে, অত্যাবশ্যকীয় পণ্যের দাম বৃদ্ধির জন্য রাজ্য সরকার কোনমতেই দায়ী নয়। অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ শুক্রবার তৃণমূলের জেলা সভাপতি ও গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে অত্যাবশ্যকীয় পণ্য আইন সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করছে, কিভাবে বাড়ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম, তা নিয়ে আলোচনা চলবে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, জনস্বার্থবিরোধী অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!