এখন পড়ছেন
হোম > অন্যান্য > অন্য দেশের আশ্রয়ে গিয়েও বাঁচতে পারছেনা বিনয় মিশ্র, চাপ বাড়াচ্ছে সিবিআই

অন্য দেশের আশ্রয়ে গিয়েও বাঁচতে পারছেনা বিনয় মিশ্র, চাপ বাড়াচ্ছে সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েকদিন ধরে সিবিআইয়ের নজর রয়েছে গরু এবং কয়লা পাচার চক্রের মূল পান্ডা বিনয় মিশ্রের ওপর। কয়লা পাচার এবং গরু পাচার নিয়ে একাধিক তথ্য সিবিআইয়ের সামনে এসেছে, যার সূত্রে বিনয় মিশ্রকে সিবিআই যেনতেন প্রকারেণ নাগালের মধ্যে চাইছে। কিন্তু বিনয় মিশ্র এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের ভানুয়াতুয়া দ্বীপে বহাল তবিয়তে রয়েছেন। কার্যত সিবিআই বিনয়ের বিরুদ্ধে রেড কর্ণার জারি করেও কোন সুবিধা করতে পারেনি।

তবে হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত চালানোর। আর সেই সূত্রেই সিবিআই ভানুয়াতুয়া প্রশাসনের সাহায্য চেয়েছিল। তাঁদেরকে ইমেইল করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে। আর তার 24 ঘন্টা যেতে না যেতেই ভানুয়াতুয়া প্রশাসনের পক্ষ থেকে উত্তর এসেছে। কার্যত বিনয় মিশ্রের নতুন পাসপোর্ট সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। আর সেই সংক্রান্ত সমস্ত তথ্য এবার সিবিআইয়ের হাতে তুলে দিল ভানুয়াতুয়া প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত এত তাড়াতাড়ি যে সিবিআই জবাব পাবে, তা হয়তো নিজেরাও আশা করেনি। আগে অবশ্য সিবিআই এর তরফ থেকে বিনয় মিশ্রকে বলা হয়েছিল, যেন সে সিবিআইকে সাহায্য করে তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবেনা, শুধুমাত্র জেরা করা হবে। উল্টোদিকে বিনয় মিশ্র শর্ত দেয়, সে ভার্চুয়াল পদ্ধতিতে জেরার মুখোমুখি হবে। কিন্তু সিবিআইয়ের তরফ থেকে তাঁর শর্ত খারিজ করে দেওয়া হয়। দুই হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাসে বিনয় মিশ্র দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বিনয়ের বাবা এবং মা কেও জেরা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। তাঁরাও সেই জেরা এড়িয়ে যায়। তাঁদেরকেও গ্রেপ্তার করা হতে পারে এরকম শোনা যাচ্ছিল। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, বিনয় মিশ্রের বাবা এবং মা দেশ ছেড়ে চলে গিয়েছেন। এই অবস্থায় ভানুয়াতুয়া প্রশাসন থেকে সিবিআইয়ের হাতে বিনয়ের পাসপোর্ট তথ্য তুলে দেওয়ায় মনে করা হচ্ছে, বিনয় মিশ্র অন্য দেশের আশ্রয়ে গিয়েও সিবিআইয়ের চাপ এড়াতে পারলেন না। কার্যত বিনয়ের বিরুদ্ধে এবার দ্বিতীয় রেড কর্ণার নোটিশ জারী করা হতে পারে। সেই অনুযায়ী ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!