এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লোকসভার স্পিকারকে চিঠি দিলেন শিশির অধিকারী, জল্পনা বাড়ছে তাঁর আগামী পদক্ষেপ নিয়ে

লোকসভার স্পিকারকে চিঠি দিলেন শিশির অধিকারী, জল্পনা বাড়ছে তাঁর আগামী পদক্ষেপ নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতমাসে সাংসদ সুনীল মণ্ডল ও সাংসদ শিশির অধিকারীকে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছিল। তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেছিল তৃণমূল। এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে তাঁদেরকে নোটিশ পাঠানো হয়েছিল। ১৫ দিনের মধ্যে তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছিল। এবার লোকসভার স্পিকারকে চিঠি দিলেন শিশির অধিকারী।

স্পিকারকে চিঠি দিয়ে শিশির অধিকারী জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে দিল্লি যাননি তিনি। শারীরিকভাবেও সুস্থ নন তিনি। তাঁকে পাঠানো নোটিশের জবাব দিতে একমাস সময় চেয়েছেন তিনি। এ প্রসঙ্গে শিশির অধিকারী জানিয়েছেন যে, উত্তর কলকাতার এক সাংসদের মাধ্যমে তিনি চিঠি পেয়েছেন। দল বিরোধী কাজ তিনি করছেন কিনা? সে কথা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঞ্চে উপস্থিত হয়েছিলেন সাংসদ শিশির অধিকারী। এরপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে লোকসভার স্পিকারের কাছে চিঠি দেয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এরপরই সচিবালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে তাঁর কাছে। লোকসভার স্পিকার ইতিপূর্বে জানিয়েছিলেন, তৃণমূলের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের বক্তব্য শোনার জন্য তাঁদের কাছে নোটিশ পাঠানো হবে। তাঁদের বক্তব্য পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!