এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা, মমতার চাপ বাড়ালেন দিলীপ!

বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা, মমতার চাপ বাড়ালেন দিলীপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বাংলায় হিংসার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। আর সেই ঘটনাকে হাতিয়ার করে প্রতি মুহূর্তে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। কখনও রাজ্যপাল, আবার কখনও বা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়ে গোটা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তারা। বর্তমানে সেই হিংসার ঘটনার খোঁজখবর নিতে রাজ্যে ক্যাম্প গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

আর এই পরিস্থিতিতে সরকারের চাপ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকের বাংলার হিংসার ঘটনা কথা তুলে ধরে কাশ্মীরের সঙ্গে বাংলাকে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যার ফলে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বক্তব্য থেকে উঠে আসায় ব্যাপক চাপে পড়ে গেল তৃণমূল সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, মঙ্গলবার হেস্টিংসে বিজেপির রাজ্য দপ্তরে কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বাংলার হিংসার ঘটনা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন দিলীপবাবু। তিনি বলেন, “বাংলায় সন্ত্রাস কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে। 60 থেকে 70 হাজার মানুষ ঘরছাড়া। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মানুষ বিজেপি পরিবারের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ভয় পাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মানুষ তাদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার কারণে তারা সেই দায়িত্ব পালন করবে বলেও জানিয়ে দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তবে বাংলার হিংসার সঙ্গে কাশ্মীরের তুলনা করে বিজেপির রাজ্য সভাপতি যে বক্তব্য পেশ করলেন, তাতে ঘাসফুল শিবিরের বিড়ম্বনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলেই দাবি করছেন একাংশ। পাশাপাশি এই গোটা ঘটনায় থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে, আগামী দিনে এই হিংসার বিরুদ্ধে আরও বেশি করে তৃণমূল সরকারের বাড়িয়ে দেবে ভারতীয় জনতা পার্টি।

পর্যবেক্ষকদের মতে, শুধু বাংলা নয়। এখন গোটা দেশের কাছে বাংলার ভোটের ফলাফলের পর যে হিংসা চলছে, সেই বিষয়টি তুলে ধরতে চাইছে ভারতীয় জনতা পার্টি। গোটা দেশের কাছে বাংলার পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা যে ঠিক নেই, সেই কথা বোঝাতে চাইছে গেরুয়া শিবির। আর তাই জাতীয় কর্মসমিতির বৈঠকের কাশ্মীরের কথা তুলে ধরে বাংলা কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে বলে সন্ত্রাসের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার জেরে কিছুটা হলেও চাপ বাড়ল রাজ্যের তৃণমূল সরকারের। তবে দিলীপ ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃনমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!