এখন পড়ছেন
হোম > জাতীয় > এখনই সাবধান হোন, আয়কর দপ্তরের নির্দেশিকায় যেতে পারে আপনার চাকরিও!

এখনই সাবধান হোন, আয়কর দপ্তরের নির্দেশিকায় যেতে পারে আপনার চাকরিও!


আয়কর দফতর বেতনভোগীদের উদ্দেশ্যে একরকম হুঁশিয়ারী দিলেন। আয়কর দফতর থেকে করদাতাদের জানানো হলো রিটার্ন দাখিল করার সময় কোনোভাবেই আয়ের সঠিক পরিমান এবং উৎস্য গোপণ করা যাবেনা। অতিরিক্ত কর ছাড় পাওয়ার আশায় অবৈধভাবে কোনো ভাতা নিলে তা মঞ্জুর করা হবেনা। শুধু তাই নয় কোনো অসাধু উদ্দেশ্যে করদাতার আয় সম্বদ্ধীয় তথ্য গোপন করা হলে করদাতার বিরুদ্ধে তথ্য গোপণের অভিযোগে মামলা দায়ের করা হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বেঙ্গালুরুতে দফতরের সেন্ট্রাল প্রোসেসিং সেন্টার (সিপিসি) এই কথা জানিয়ে একটি নির্দেশিকা জারী করেছে। নির্দেশিকাতে স্পষ্টভাষায় বলা রয়েছে আয়ের পরিমান কম দেখালে বা আয়ের উৎস্ গোপণ করা হলে অথবা দাবিদার না হয়েও কোনো ভাতার অনৈতিক ভাবে দাবি করলে আয়কর আইনের বিভিন্ন ধারাতে করদাতাদের বিররুদ্ধে আয়কর দফতর থেকে মামলা দায়ের করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য  গত জানুয়ারি মাসে বেঙ্গালুরুর একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বিরুদ্ধে বেআইনি উপায় অবলম্বন করে কর ফেরতের দাবি করার অভিযোগ ওঠে। আয়কর দফতরের দাবি অনুযাই এক কর উপদেষ্টার সঙ্গে আঁতাত করে ঐ কর্মীরা জাল নথি তৈরী করে জমা দেন। পরে আয়কর দফতর তদন্ত করে ওই বেআইনি চক্রফাঁস করে। এবং এই বিষয়ে করদাতাদের অবগত করতেই এই নির্দেশিকা প্রস্তুত করে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!