এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলা দখলে বিজেপির নতুন হাতিয়ার হতে চলেছে এফএম রেডিও

বাংলা দখলে বিজেপির নতুন হাতিয়ার হতে চলেছে এফএম রেডিও

রাজ্যের ‘অঘোষিত’ প্রধান বিরোধী দলের তকমা এখন বিজেপির দখলে। রাজ্যজুড়ে একের পর এক উপনির্বাচনের ফলাফলেই তাকে প্রমাণিত। আর সেই বিরোধী দলের তকমা মুছে এবার রাজ্যের শাসকদলের তকমা পেতে কঠিন অঙ্কের সমাধান করতে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রী নেতৃত্ত্বের তরফে জানানো হয়েছে রাজ্যজুড়ে বিভিন্ন সাংগঠনিক জেলায় পার্টি অফিস তৈরি করতে ১০০ কোটি টাকা খরচ করতে চলেছে তারা। কিন্তু গ্রাম বাংলার ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে নিয়ে আসতে এবার অভিনব প্রচার ভাবনা বিজেপির। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এবার নিজস্ব এফএম চ্যানেল খুলতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি শিবিরের বক্তব্য, গ্রামের মানুষ টিভি তো সবসময় দেখেন না, কিন্তু রেডিওটা প্রায় সকলেই শোনেন। আর তাই রেডিও, এফএম এর মাধ্যমে প্রচার করার ভাবনা চিন্তা চলছে। পঞ্চায়েত এলাকায় গ্রামের মানুষের কাছে দলের কথা তুলে ধরতে রেডিওতে প্রচার করা হবে। সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে বিভিন্ন আলোচনা, নাটক, এসবের মধ্যে দিয়েই প্রচার চলবে রেডিওর মাধ্যমে। গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌছতে প্রধানমন্ত্রীর রেডিও বার্তা ‘মন কি বাত’ বেশ জনপ্রিয় হয়েছে আর তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় মতাদর্শ এবং কেন্দ্রের কর্মসূচি তুলে ধরতেই এবার এফএম রেডিও স্টেশন খোলার ভাবনা রাজ্য বিজেপির। তার থেকেও বড়কথা, বিজেপি কর্মীরা প্রচারে গেলে শাসকদলের বাধার সম্মুখীনও হতে হচ্ছে, কিন্তু স্থানীয়স্তরে এই এফএম স্টেশনের মাধ্যমে দলীয় মতাদর্শ এবং কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হলেও শাসক দলের বাধা টপকেও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে খুব সহজেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!