এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বামেদের এই ঘাঁটিতে কি এবার হাত পড়ল বিজেপির? চিন্তায় বামশিবির

বামেদের এই ঘাঁটিতে কি এবার হাত পড়ল বিজেপির? চিন্তায় বামশিবির

রাজ্যের সমস্ত জায়গায় দলীয় সংগঠন ভেঙে পড়েছে বামেদের। উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভা দখল করে নিজেদের দাপট কিছুটা রাখলেও এবার ইসলামপুরের দুই ছাত্রের মৃত্যুতে সেই শিলিগুড়ি থেকেও কি রাশ আলাগা হচ্ছে বামেদের? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে।

সূত্রের খবর,শিলিগুড়ি পুরসভায় বিজেপির দুই কাউন্সিলর থাকলেও গত বুধবার ইসলামপুরের ঘটনায় সারা বাংলা জুড়ে বিজেপির ডাকা বনধে ভালো প্রভাব পড়েছে শিলিগুড়িতে। আর এতেই শিলিগুড়ির মোড়ে মোড়ে এখন একটাই জল্পনা যে, তাহলে কি সারা রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের একমাত্র সবেধর নীলমনি শিলিগুড়ি পুরসভাতেও বামেদের ভিত দুর্বল হতে শুরু করেছে। তবে শুধু এই বনধ নয়, এর আগেও গেরুয়া শিবিরের রামনবমীর মিছিলে এই শিলিগুড়ি থেকে বিপুল মানুষ তাতে যোগ দিয়েছিলেন।

তবে বুধবারের বিজেপির এই বনধ নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন বামেদের একাংশই। অনেকের মতে, “বিজেপি নয়, এই বনধটা তাদেরই আগে ডাকা উচিত ছিল।” কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর যেভাবে তাদের ডাকা বনধগুলি ফ্লপ হয়েছিল তাতে আর কোনো রিস্ক নিতে চায়নি আলিমুদ্দিন। কিন্তু বিজেপির এই বনধ কি শিলিগুড়িতে তাহলে অন্য সমীকরনের ইঙ্গিত দিচ্ছে? এদিন সেই প্রসঙ্গে শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “দুই ছাত্রের মৃত্যুতে মানুষযে খুব বিরক্ত তা এসএফআইয়ের ধর্মঘটের সাফল্য থেকেই বোঝা গিয়েছিল। বিজেপির এই বনধ মানুষ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের জন্যই সমর্থন করেছেন।”

অন্যদিকে বুধবারের এই বনধ শিলিগুড়িতে সাড়া ফেলেনি বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। অন্যদিকে বামেদের অশোক ভট্টাচার্য এবং তৃনমূলের গৌতম দেবরা বিজেপির এই বনধকে তেমন পাত্তা না দিলেও বুধবারের এই বনধ দেখে বিজেপির শক্তি যে বাড়ছে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন সিপিআইএমএলের জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার। এর জন্য তিনি শাসকদল তৃনমূলকেই দায়ী করেছেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে ইসলামপুরের ঘটনায় গত বুধবারের বনধ প্রসঙ্গে দার্জিলিং জেলা বিজেপি সভাপতি (সমতল) অভিজিৎ রায়চৌধুরী বলেন, “বিজেপির ওপর এখানকার মানুষের ভরসা বাড়ছে। বনধে সব জায়গাতেই সাড়া মিলেছে।” ইতিমধ্যেই শিলিগুড়ি পুরসভার সব ওয়ার্ডে কমিটে তৈরিতেও জোর দিয়েছে বিজেপি। সব মিলিয়ে এবার শিলিগুড়ির মত বাম গড়ে বিজেপির বনধে সর্বাত্মক সাড়া মেলায় অস্তিত্ব সংকটের ইঙ্গিত পাচ্ছেন জেলার নীচুতলার বাম নেতা কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!