এখন পড়ছেন
হোম > রাজ্য > দলীয় কাউন্সিলারের উপর হামলা,অভিযোগের তীর নতুন এর দিকে

দলীয় কাউন্সিলারের উপর হামলা,অভিযোগের তীর নতুন এর দিকে

বর্তমান হামলা করলো প্রাক্তনকে এমনি অভিযোগ উঠলো দুর্গাপুরে। অভিযোগ বর্তমান তৃণমূল কাউন্সিলর আলো সাঁতরার স্বামী পার্থ চৌধুরি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর উপর হামলা চালিয়েছেন। অভিযোগ প্রায় ২০-২৫ জন রড, লাঠি, বাঁশ নিয়ে এলোপাথাড়ি মারধর করে অরবিন্দবাবু ও তাঁর এক অনুগামীকে আর এর নেতৃত্ব দেন আলো সাঁতরার স্বামী পার্থ চৌধুরি। অভিযোগ এই ঘটনায় পুলিশ এলে ছাড় পাননি তাঁরাও। পুলিশ বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এদিন আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে অরবিন্দবাবু জানান, “আমি জেলার নেতাদের ঘটনার কথা জানিয়েছি। তাঁরা পুলিশকে জানাতে বলেন।দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও বেশকয়েকবার আমার উপর হামলা হয়েছে। ”
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন আলোরানীদেবী তিনি জানিয়েছেন যে অরবিন্দবাবুর লোকেরা হামলা চালিয়েছে। আর তাদের নাম দোষ দিচ্ছেন।অলরানী দেবীর দুই অনুগামীও হাসপাতালে ভর্তি আছেন।প্রসঙ্গত, অরবিন্দবাবু নির্দল প্রার্থী হিসাবে জয়ী হবে পর তৃণমূলে যোগ দেন তারপর ওই ওয়ার্ডে নিজের স্ত্রীকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন।কিন্তু দল সম্মতি দেয়নি।এরপর অরবিন্দবাবু নিজের স্ত্রীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দলের রসের মুখে পড়েন এবং নেত্রী তাঁকে দল থেকে বহিষ্কার করেন।এরপর ওই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী করা হয় আলো সাঁতরাকে। জানা গেছে তাঁকে সম্প্রতি দল ফিরিয়ে নিয়েছিল। আর এই নিয়েই ঝামেলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!