এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >   শোভনের দেখানো পথেই কূশলী হয়ে বিজেপি যোগের জল্পনা বাড়াচ্ছেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক?

  শোভনের দেখানো পথেই কূশলী হয়ে বিজেপি যোগের জল্পনা বাড়াচ্ছেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি প্রতিটি জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বর্তমানে যারা বিধায়ক আছে, তারাই 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য টিকিট পাবেন। ফলে তৃণমূল বিধায়কদের মধ্যে কারা টিকিট পাবেন, এই নিয়ে সন্দেহ তৈরি হলেও, মমতা বন্দোপাধ্যায়ের এই বার্তা তাদের সকলের মনে আশার আলো তৈরি করেছিল।

কিন্তু হঠাৎ করে দলের একাংশের বিরুদ্ধে সরব হয়ে তিনি 2021 এর বিধানসভা নির্বাচনে আর ভোটে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই বলছেন, এককালে ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা উদয়ন গুহ তৃণমূলে আসার পর কোচবিহার জেলা রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছিল। তবে মাঝেমধ্যেই তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে উদয়নবাবুর নানা দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে।

আর এবার বিধানসভা নির্বাচনের যখন আর কিছু মাস বাকি, ঠিক তখনই প্রার্থী হবেন না বলে এই তৃণমূল বিধায়ক যে বক্তব্য দিলেন, তা রীতিমত দলের অন্দরে তীব্র চাপানউতোর সৃষ্টি করেছে। তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? আর তাই কি প্রার্থী হবেন না বলে জানিয়ে দিলেন উদয়নবাবু? এদিন এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “বিজেপিতে যাব কেন? আমি তো তৃণমূল ছাড়ার কথা বলিনি। যদি তা করি, তাহলে রাজনীতি থেকে সরে যাব।” আর দিনহাটার তৃণমূল বিধায়কের এই বক্তব্য অতীতে শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, অতীতে শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতির পদ থেকে সরানোর পর একে একে যখন মন্ত্রী এবং মেয়র পদ থেকে সরাতে শুরু করেন, তখন শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনা তীব্র হয়। কিন্তু তখন শোভনবাবু দাবি করেছিলেন, “তিনি প্রান থাকতে বিজেপিতে যোগ দেবেন না। প্রয়োজনে রাজনৈতিক সন্ন্যাস নেবেন।”

কিন্তু তারপরেই দেখা যায় যে, নিজের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় অফিস থেকে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সতীর্থ। ফলে এবার শোভন চট্টোপাধ্যায় অতীতে যে কথা বলেছিলেন এবং ভবিষ্যতে যেভাবে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, ঠিক একইভাবে এখন উদয়ন গুহ সেই একই কথা বলায় দিনহাটার তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে গুঞ্জন ছড়িয়েছে নানা মহলে।

বিশেষজ্ঞদের মতে, যত দিন যাচ্ছে, ততই দিনহাটার তৃণমূল বিধায়ক দলে কোণঠাসা হয়ে যেতে শুরু করেছেন। এমনকি তিনি সম্প্রতি অভিযোগ করেছেন যে, তাঁকে 2021 সালে হারানোর জন্য এক নেতা চক্রান্ত করছেন। ফলে তার পরেই তিনি আর ভোটে দাঁড়াবেন না বলে দাবি করায় তার রাজনৈতিক গতি-প্রকৃতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার বিজেপিতে যোগ দেওয়ার, ব্যাপারে উদয়ন গুহ না করলেও তার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের অনেক মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা।

কেননা রাজনীতি পরিবর্তনশীল। তাই এখন উদয়ন গুহ সাময়িকভাবে নিজের ওপর থেকে চাপ কমাতে বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করছেন। কেননা বিজেপিতে যোগ দিলেই পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক নেতা। তাই বিধানসভা নির্বাচনের মুখে উদয়নবাবু তার বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দলের প্রার্থী না হওয়ার কথা বলে দিনহাটার তৃণমূল বিধায়ক তৃণমূলেই থাকেন, নাকি যোগ দেন গেরুয়া শিবিরে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!