এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজয় মিছিলেই নেমে এল শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তৃণমূল-কর্মী

বিজয় মিছিলেই নেমে এল শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তৃণমূল-কর্মী

দলের কর্মী , সমর্থকদের সাথে বিজয় মিছিলে পদযাত্রা করার সময়ে  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বদন গুলি নামক জনৈক তৃণমূল কংগ্রেস কর্মীর। মৃত  বদন গুলি’র বয়েস হয়েছিলো ৬৮। নিবাস বাঁকুড়ার সিমলাপালের হরিণ্যাগুড়ি গ্রামে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন বদন গুলির মৃতদেহ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় ঢেকে দেওয়া হয়। মৃতদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল  কংগ্রেসের সিমলাপাল ব্লক সভাপতি সনত্‍ দাস, জেলা কোর কমিটির সদস্য ও জেলা পরিষদে সদ্য জয়ী সদস্য রামানুজ সিংহমহাপাত্র সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন জেলা পরিষদে দলের বিজয়ী প্রার্থী রামানুজ সিংহমহাপাত্র , মৃত বদন গুলি’র প্রসঙ্গে বললেন, “বদন গুলি তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সিপিএমকে ভোটে হারিয়ে লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েতে জেতার পিছনে তাঁর যথেষ্ট অবদান ছিল।” উল্লেখ্য সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমকে পরাজিত করে লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েত জয় করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সিমলাপাল পঞ্চায়েত সমিতি ও বাঁকুড়া জেলা পরিষদেও নজির বিহীন সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাফল্য উদযাপন করতেই রবিবার হরিন্যাগুড়ি গ্রামে বিজয় মিছিলের আয়োজন করা হয়। দলের অন্য সকল কর্মী সমর্থকদের মতো ব্দন গুলি ও এদিনের মিছিলে অংশ গ্রহণ করেছিলেন। গ্রামের মধ্যেই পদযাত্রা চলাকালীন সময়ে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!