এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার কোপে বন্ধ হবে গঙ্গাসাগর মেলা? আদালতের সিদ্ধান্তের অপেক্ষা!

করোনার কোপে বন্ধ হবে গঙ্গাসাগর মেলা? আদালতের সিদ্ধান্তের অপেক্ষা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ চলে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর তার মাঝেই এবার কি বন্ধ হয়ে যেতে চলেছে ঐতিহ্যমন্ডিত গঙ্গাসাগর মেলা! ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই মেলাকে কেন্দ্র করে একাধিক আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই মেলায় ব্যাপক জনসমাগম হয়। কিন্তু এবার সেই মেলাতে জনসমাগম করার ক্ষেত্রে কি জারি হতে চলেছে বিধি-নিষেধ! ইতিমধ্যেই এই ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করেছেন এক চিকিৎসক। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ এই ব্যাপারে একটি জনস্বার্থ মামলা হয়। যেখানে কলকাতা হাইকোর্টে সেই মামলা দায়ের করেন এক চিকিৎসক। মূলত, বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে, তাতে গঙ্গাসাগর মেলা হলে ব্যাপক জনসমাগম হবে। যাকে কেন্দ্র করে বিপত্তি আরও বাড়তে পারে। আর সেই কারণেই তিনি এই মামলা দায়ের করেছেন। আগামী 5 তারিখ এই মামলার শুনানি হবে। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়েরের ফলে গঙ্গাসাগর মেলা নিয়েও যে যথেষ্ট সংশয় তৈরি হল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!