এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার আরেক হেভিওয়েট তৃণমূল নেতা ত্রিপুরায় আইনি প্যাঁচে, কে তিনি? জেনে নিন

এবার আরেক হেভিওয়েট তৃণমূল নেতা ত্রিপুরায় আইনি প্যাঁচে, কে তিনি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট তৃণমূল যবে থেকে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে উঠেপড়ে লেগেছে, সেদিন থেকেই শুরু হয়েছে ত্রিপুরাতে রাজনৈতিক উত্তেজনা। একুশের বিধানসভা নির্বাচনের উল্লেখযোগ্য ফল করার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় স্তরে তৃণমূল শক্তি বৃদ্ধির চেষ্টায়। আর সেই চেষ্টায় তৃণমূল প্রথমেই নজর দিয়েছে ত্রিপুরার দিকে। ত্রিপুরায় সামনে পুরসভার নির্বাচন। আর এবার সেই নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করছে বাংলার শাসক দল তৃণমূল। কিন্তু তৃণমূলের অভিযোগ, তাঁদের ওপর ত্রিপুরাতে বিজেপি ব্যাপক আক্রমণ চালাচ্ছে। বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা সামনে আসছে।

এমনকি তাঁদের আইনি জটিলতার মধ্যেও পড়তে হচ্ছে। সম্প্রতি তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে পুলিশ গ্রেফতার করেছিল খুনের চেষ্টার অভিযোগে। গতকাল তিনি মুক্তি পেয়েছেন। আর সায়নী ঘোষের পরেই রাজ্যের আরও এক হেভিওয়েট তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ত্রিপুরায় মামলা দায়ের করা হলো। কার্যত তৃণমূলের একের পর এক নেতা ত্রিপুরায় কিন্তু বিজেপির নিশানায়। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ- মারধরের হুমকি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য। এই অভিযোগে ত্রিপুরা সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের হয়ে সোনামুড়া অঞ্চলে পুরসভা নির্বাচনের প্রচার করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে বিপ্লব দেব তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামে অসম্মানজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ফিরহাদ হাকিম কিছু জনকে মারধরের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। প্রসঙ্গত, তৃণমূল ত্রিপুরায় রাজনৈতিক জমি অধিগ্রহণ করতে চাইছে পুরভোটকে কাজে লাগিয়ে। অন্যদিকে ত্রিপুরার শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি। খুব সহজে যে তারা জমি ছেড়ে দেবেনা সে কথা নিশ্চিত। আর তাই ত্রিপুরায় প্রতিমুহূর্তে তৃণমূল এবং বিজেপি দুইদলের মধ্যে লাগছে সংঘাত। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠছে।

অন্যদিকে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পাশাপাশি ত্রিপুরায় বিজেপি তৃণমূল নেতাদের আইনি প্যাঁচের মাধ্যমে সমস্যায় ফেলতে চাইছে। এর আগে অভিষেক ব্যানার্জিকেও এই একই পরিস্থিতির শিকার হতে হয়। আপাতত ত্রিপুরার জমি অধিগ্রহণ করতে গিয়ে তৃণমূলকে যে বড়োসড়ো চাপের মুখে পড়তে হচ্ছে, তা অনস্বীকার্য। এবার ফিরহাদ হাকিম কিভাবে এই সমস্যা থেকে উদ্ধার পাবেন সে দিকেই চোখ থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!