এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যবাসী তৈরি প্রশ্নবাণ নিয়ে,’পালিয়ে বেড়াচ্ছেন’ নির্বাচন কমিশনার

রাজ্যবাসী তৈরি প্রশ্নবাণ নিয়ে,’পালিয়ে বেড়াচ্ছেন’ নির্বাচন কমিশনার


এ বছরের পঞ্চায়েত নির্বাচনের অবাধ হিংসানীতি অজানা নয় কারোরই। ভোট পর্ব মিটে গেলো কিছু প্রশ্নের উওর এখনও অধরাই রয়ে গেছে। প্রশ্নগুলোর নমুনা যথাক্রমে- এক. ভোটের দিনের সন্ত্রাস কত জনের প্রাণ নিলো? দুই. ভোট রাজ্য সরকার যা নিরাপত্তা দিয়েছে তা কি সন্তোষজজনক? ৩. সম্প্রতি পোলিং অফিসার রাজকুমার রায়ের রহস্যজনক মৃত্যুর কারণ কি? ৪. পুনর্নির্বাচনে রাজ্য সরকার যে নতুন নিরাপত্তা ব্যবস্থা করেছে তাতে কি নির্বাচন খুশি? ৫. পঞ্চায়েত ভোটের দিন বুথগুলোর অবস্থা কি ‘ভয়াবহ’ ছিল? সেটাই কি কারণ যার জন্য বিভিন্ন স্থান থেকে ব্যালট পেপার উদ্ধার হতেই রয়েছে? ৬.  কেন্দ্র থেকে বাহিনী এলে কি আরো বেশি নিরাপত্তা পাওয়া যেতো ভোটপর্বে? ৭. ভোট পর্বে পুলিশি কড়া নিরাপত্তার নির্দেশ প্রশাসন দিলেও কেন তাঁরা তাদের সঠিক ডিউটি করল না সব জায়গায়? ৮. কতজন মারা গেলো ভোট উৎসবে তার কি কোনো হিসাব নির্বাচন কমিশনের কাছে আছে?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এসব প্রশ্ন ভোটের দিন নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহের দিকে ছোঁড়া হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘কাল’ জানাবেন। আবার পরেরদিন জিজ্ঞাসা করলে উত্তর দিলেন ভোট মিটে যাওয়ার পর ভোটকেন্দ্রিক প্রশ্ন করা অপ্রাসঙ্গিক। গণনার দিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে এতো রাতে মৃত্যু নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এরপর ভোটপর্বে হওয়া তাঁর অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হলে দফতর থেকে বের হবার সময় তিনি জানান যে পরের প্রেস মিটিং এ বলার সম্ভাবনা রয়েছে। তবে দেখা মিললনা তাঁর। তবে রাজ্য নির্বাচন কমিশনের সূত্রের খবর বলছে, নির্বাচন কমিশনার নাকি খুব জলদিই সাংবাদিক বৈঠক করে সব প্রশ্নের উওর দেবেন। এখনও নাকি তিনি ‘প্রস্তুত’ নন। সে কারণেই দিনকয়েক পরে প্রকাশ্যে আসার সিদ্ধান্ত তাঁর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!