এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতার টুইট ঘিরে আবার বিতর্ক, কিন্তু এবার শুরুতেই জল্পনায় জল

তৃণমূল নেতার টুইট ঘিরে আবার বিতর্ক, কিন্তু এবার শুরুতেই জল্পনায় জল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরে এই মুহূর্তে চলছে ব্যাপক টালমাটাল পরিস্থিতি। একের পর এক সাংসদ, বিধায়ক দলে থেকে বা দল থেকে বেরিয়ে ক্রমাগত বিদ্রোহ প্রকাশ করে চলেছেন। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যা অত্যন্ত অস্বস্তিজনক বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ঘটনা সবার জানা। তার মধ্যেই পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও বেসুরো হয়ে দলত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গেই, কিন্তু রাতারাতি তার বদল ঘটে।

তারপর জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের সঙ্গেই থাকবেন বলে অঙ্গুলিহেলন করেন। কিন্তু এখনো এমন কিছু কথা বেরিয়ে আসছে, যা থেকে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা কিছুতেই বন্ধ হচ্ছেনা। সম্প্রতি জিতেন্দ্র তিওয়ারি টুইট করে যে মন্তব্য করেছেন, তা নিয়েই শুরু হয়েছে তোলপাড় রাজ্যজুড়ে। বুধবার রাতে জিতেন্দ্র তিওয়ারি টুইট করে বলেন, রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয়না। বরং রয়েছে অসংখ্য কমা, অসংখ্য সেমিকোলন। আর এই কথা নিয়েই শুরু হয়ে যায় রাজ্যজুড়ে সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, জিতেন্দ্র তিওয়ারি কি তাহলে দলে থেকেই বিক্ষুব্ধ মনোভাব পোষণ করছেন? অনেকেই জিতেন্দ্রর এই টুইটের মানে খুঁজতে শুরু করেন। অন্যদিকে বুধবার জিতেন্দ্র তিওয়ারি ট্যুইটের পর অবস্থা বেগতিক দেখে বৃহস্পতিবারই আবার পাল্টা বক্তব্য রাখেন টুইট করে। জিতেন্দ্র তিওয়ারি পরিষ্কার করে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বরাবরই জিতেন্দ্র তিওয়ারি আলাদা বক্তব্য রেখেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি যখন দল ছাড়তে প্রস্তুত ছিলেন, সেসময়ও তাঁর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শোনা গিয়েছে। তবে তৃণমূল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের সঙ্গে নিজের দূরত্ব নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন, ঠিক একইভাবে জিতেন্দ্র তিওয়ারিও এদিন সমস্ত বিভ্রান্তি দূর করলেন এবং পরিষ্কার করে জানিয়ে দিলেন, তৃণমূলের সঙ্গে তাঁর কোনো রকম দূরত্ব নেই। অতএব জিতেন্দ্র তিওয়ারি যে তৃণমূলেই থাকছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে চলছে দলবদলের পালা।

তাই যে কোন সময় যদি কোনরকম বিতর্কের আঁচ পাওয়া যাচ্ছে তাহলে শুরু হয়ে যাচ্ছে জল্পনা। জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে শুরু থেকেই জল্পনা চলছিল। শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে জিতেন্দ্র তিওয়ারিও দল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু গেরুয়া শিবিরে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে শুরু হয় অশান্তির বাতাবরণ। ফলস্বরূপ জিতেন্দ্র তিওয়ারি রাতারাতি সিদ্ধান্ত বদল করেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। এই অবস্থায় আর কোনরকম বিতর্কে যেতে চাননা বলেই মনে করা হচ্ছে। আর তাই তাঁর টুইট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তড়িঘড়ি তিনি তা অবসান করলেন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!