এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > একুশে ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে জুতো চাটানোর হুমকি! চরম বিতর্কে হেভিওয়েট নেতা, উত্তাল রাজ্য

একুশে ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে জুতো চাটানোর হুমকি! চরম বিতর্কে হেভিওয়েট নেতা, উত্তাল রাজ্য


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সরকারে রাজ্য প্রশাসন থেকে শুরু করে পুলিশের ভূমিকা যে একেবারে গৌণ হয়ে গেছে সে বিষয়ে একাধিকবার কটাক্ষ করতে শোনা গিয়েছিল বিজেপি নেতা মন্ত্রীদের। সেখানে বিজেপি ক্ষমতায় এলে পুলিশ প্রশাসনকে শায়েস্তা করার হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। যদিও সেখানে এই নিয়ে কটাক্ষ করতে বাদ যাননি রাজ্যপালও।

তবে এবার আবারো পুলিশকে দিয়ে জুতো চাটানোর কথা বলতে শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে। যা নিয়ে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরী হয়েছে। সম্প্রতি পুরুলিয়ার মানবাজারে মহামিছিল করতে দেখা গিয়েছিল বিজেপিকে। সেখানে মানবাজারের ইন্দকুড়ি থেকে মিছিল শুরু করে তা শেষ হয় হাসপাতাল মোড়ে।

এই মিছিলের স্লোগানই ছিল ‘পরিবর্তনের লক্ষ্যে মহামিছিল’। বস্তুত, গত লোকসভা ভোটে ওই অঞ্চলের মধ্যে একমাত্র মানবাজার বিধানসভাতেই বিজেপি লিড নিতে পারেনি। তাই পুরুলিয়া জেলা বিজেপি এবার বিধানসভা ভোটে মানবাজারকেই লক্ষ্য করেছে। এদিনের এই মহামিছিলে রাজ্য সহ–সভাপতি রাজু বন্দ্যেপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দলের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই পুলিশকে কটাক্ষ করতে দেখা গেছে রাজু বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন, “এক শ্রেণির পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছেন। তাঁদের আর থানায় রেখে কী লাভ! তাঁদের থানা থেকে তুলে জুতো চাটা করাব। যত কেস দেবে দাও। এক লক্ষ ৮০ হাজার মিথ্যা মামলা দিয়েছ। আর ছ’মাস পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।”

সেই সঙ্গে হিন্দি শোলে সিনেমার ডায়লগ অনুকরণ করে তিনি বলেন, “পুলিশ আর গুন্ডা তেরা কেয়া হোগা কালিয়া?” তাঁর কথায়, যারা ভাবছে লুঠ করে ভোট করবে তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, “দিদির পুলিশ নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে।” অন্যদিকে, এই মহামিছিল নিয়েই পালটা মন্তব্য করতে শোনা গেছে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা–সংস্কৃতি–তথ্য–ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডুকে।

এদিন এই কথার প্রতিবাদ করে তিনি বলেন, মানবাজার তৃণমূলের গড়। এখানকার মানুষজন ঘাস ফুল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝেন না। ফলে বাইরে থেকে লোক নিয়ে এসে কু’কথা বলে কিছু লাভ হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষ সবই জানেন, সবই দেখছেন। তাই নিজের অঞ্চলের মানুষের ওপর তাঁর পূর্ণ ভরসা আছে বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!