মমতা সরকারকে ধ্যনবাদ জানালেন দিলীপ ঘোষ জাতীয় রাজ্য February 28, 2018July 16, 2021 মমতা সরকারকে ধ্যনবাদ জানালেন দিলীপ ঘোষ। হ্যাঁ যে সরকারের সাথে তাঁর সম্পর্ক আদায় কাচঁকলায় এবার তাকেই ধন্যবাদ জানালেন। তার কারণ হলো তাঁর কথায় “শাসক দলের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছিল। তারপর রাজ্য সরকারই আমার নিরাপত্তার জন্য রক্ষী দিয়েছে। সেজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।” এদিন কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য বিজেপির সম্পাদক ও বিরোধী দলনেতা দিলীপ ঘোষের নিরাপত্তার জন্যে ২ জন CRPF জওয়ান মোতায়েন করা হয়েছে। ফলে তাঁর নিরাপত্তার জন্যে পূর্বের বহাল থাকা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ২ জন নিরাপত্তা রক্ষীকে তিনি ছেড়ে দেবেন আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এদিন বলেন “দু’ এক দিনের মধ্যে আমি রাজ্য সরকারের নিরাপত্তারক্ষীদের রিলিজ করে দেব। আমি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়েছি। তাই রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী রাখার উপায় নেই।এক সময় শাসক দলের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছিল। তারপর রাজ্য সরকারই আমার নিরাপত্তার জন্য রক্ষী দিয়েছে। সেজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এবার আমি রাজ্য সরকারের নিরাপত্তা ছাড়তে চলেছি। নিরাপত্তার জন্য একসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় রক্ষী রাখার নিয়ম নেই। তা ছাড়া রাজ্য ও কেন্দ্রের এতজন নিরাপত্তা রক্ষী সবসময় সঙ্গে থাকায় সংগঠনের কাজেও সমস্যা হচ্ছে। তাই রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিচ্ছি। এর পেছনে অন্য কোনও কারণ নেই।” আপনার মতামত জানান -