এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের কংগ্রেসের সাথে জোট জল্পনাকে উস্কে দিলেন ইয়েচুরি

ফের কংগ্রেসের সাথে জোট জল্পনাকে উস্কে দিলেন ইয়েচুরি


এদিন প্রমোদ দাশগুপ্ত ভবনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহম্মদ আমিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়।সেখানে বক্তব্য রাখলেন সিপি আই এম -এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।এবং সেখানেও তাঁর বক্তব্যের ঘুরে ফায়ার এলো জোট প্রসঙ্গ। তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার আহ্বান জানালেন তিনি। যদিও বিজেপি কে হারানোই তাদের প্রাথমিক লক্ষ্য বলেই মন্তব্ব্য করলেন ইয়াচুরি। ইয়েচুরি বললেন,“তৃণমূল মুসলিম মৌলবাদীদের তোষণ করে নিজেদের রাজনৈতিক ভিত্তি তৈরির চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি হিন্দু মৌলবাদকে উস্কানি দিচ্ছে। এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা থেকে দেশকে রক্ষা করতে বামেদেরই দেশের ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমী শক্তিগুলিকে একজোট করতে হবে।পার্টি কংগ্রেসের খসড়া প্রস্তাব প্রকাশিত হয়েছে। মনে রাখবেন, আপনারা তার উপর সংশোধনী দিতে পারেন। মাথায় রাখবেন, এটা খুব কঠিন লড়াই। সবাই মিলে বর্তমান ভারতকে রক্ষা করতে না পারলে সমাজতন্ত্রের দিকে দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।” এছাড়াও দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে তিনি জানালেন , “জনগণকে বোঝাতে না পারলে নীতি আর পুঁথি নিয়ে মার্কসবাদ এগোবে না।”স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কংগ্রেসকে তো না করে দিয়েছে সিপিআইএম তবে জোট করবে কার সাথে ?নাকি এখনো আশা রাখছেন যে জোট হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!