মমতার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল,দুষলেন কেন্দ্রকে রাজ্য January 30, 2018 শুরু হল রাজ্যের বাজেট অধিবেস আজ তার প্রথম দিন। পরিকল্পনা মাফিক অধিবেশনের শুরুতেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ভাষন দেন।এদিনের বক্তব্য রাজ্য সরকারের প্রসংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন রাজ্যপাল। এদিন বিধানসভায় অন্যান্য মন্ত্রিদের সাথে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।যদিও এদিনে ভষনের শুরুতেই মুর্শিবাদের ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেন রাজ্যপাল। এদিনের বক্তব্য রাজ্য সরকারের প্রসংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন রাজ্যপাল।তবে এদিন নিজের বক্তব্যে রাজ্যপাল কন্যাশ্রীর বিশ্বজয় সাথে সাথে খদ্য সাথী প্রকল্প , সেভ ড্রাইভ সেভ লাইফ সহ ইকোপার্ক নিয়ে সরকারের প্রচুর প্রসংশা করেন। কলকাতাকে তিনি ‘বিশ্ব সিনেমার অন্যতম প্রদর্শনী মঞ্চ’ বলে উল্লেখ করেন। এছাড়াও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তা রক্ষার জন্য পুলিশ কমিশনারেট গঠন সব নিয়ে রাজ্যপাল সরকারের প্রসংশা করেন। বিশ্ব বাংলা সামিট সম্পর্কে রাজ্যপাল বলেন যে ২ কোটি ১৯ লক্ষ ৯২৫ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি সদ্য রাজ্য সরকারের প্রকাশিত প্রতীক নিয়ে গর্ব প্রকাশ করেছেন রাজ্যপাল। তাছাড়াও অতিরিক্ত বিদ্যুত উৎপাদন এবং ফিফা যুব বিশ্বকাপের আয়োজন নিয়েও রাজ্যপাল গর্ব প্রকাশ করেছেন। এদিন রাজ্যপালের গলায় কেন্দ্র সরকারের বিরুদ্ধ সুর শোনা গেল। তাঁর বক্তব্য ,” আমার সরকার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ পছন্দ করেনা। ” দার্জিলিংয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের গুনগান গেয়েছেন রাজ্যপাল। রাজ্য অর্থনীতিতে নোটবাতিল ও জিএসটি প্রভাব নিয়ে কেশরীনাথ ত্রিপাঠি বলেন, ” অর্থনীতির ক্ষেত্রে নোটবাতিলের প্রভাব কাটিয়ে উঠতেনা উঠতেই জিএসটি চলু করায় নতুন সংকটের মুখে রাজ্য। জিএসটি চালুর পর এই চ্যালেঞ্জ সফল ভাবে গ্রহণ করেছে রাজ্য সরকার।” তবে অন্যদিকে মুর্শিদাবাদের দুর্ঘটনায় সরকারি ব্যার্থার অভিযোগে বাম, কংগ্রেস বিধায়করা ভষন চলাকালিন প্লাকার্ড তুলে হট্টগোল শুরু করে বিধানসভার ঘরে। আপনার মতামত জানান -