এখন পড়ছেন
হোম > জাতীয় > পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যসভার সাংসদ

পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যসভার সাংসদ

পশ্চিমবঙ্গে সার্বিকভাবে কর্মসংস্থানের প্রশ্নে বারবার সাধারণ মানুষ কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। বাম আমলে এই হতাশা ছিল আকাশ ছোঁয়া বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠনের পর থেকেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানে উদ্যোগী হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাজ্যের জন্য শিল্প আনতে, এমনকি সুর করেছেন বেঙ্গল সামিট এর মতো কর্মসূচি, যেখানে আহ্বান জানানো হয় বিভিন্ন দেশের শিল্পপতিদের জন্য। রাজ্য সরকারের দাবি এইসব সফরসূচির প্রভাব আগামী কয়েক বছরের মধ্যেই পড়তে শুরু করবে, হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান।
কিন্তু রাজ্য সরকারের সেই সব দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্যসভার সংসদ রূপা গাঙ্গুলীর দাবী, ৪০-৪৫ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি মানুষকে এতটাই নিম্নগামী করে তুলেছে যে, তারা ভাবছে একটা গ্রুপ ডি বা একটা সিভিক পুলিশের চাকরি তাদের জন্য যথেষ্ট।এর চেয়ে বড়ো স্বপ্ন দেখতে তারা ভুলেই গেছে। স্বভাবতই রূপা দেবীর একথা সামনে আসতেই তাকে রাজনৈতিক বিরোধিতা বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!