এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একের পর এক ঘোরতর অভিযোগে পুলিসের জালে প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে

একের পর এক ঘোরতর অভিযোগে পুলিসের জালে প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয় দেখানো, মারধোর করা, তোলা আদায় সহ একাধিক দুর্নীতি ও প্রতারণার অভিযোগে গত ২০ সে জুন পূর্ব বর্ধমানের কালনা থেকে পুলিশ গ্রেপ্তার করে হাওড়ার জগদীশপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরাকে। হাওড়া সিটি পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর তাঁর বাড়িতে হানা দিয়ে অস্র উদ্ধার করেছে পুলিশ। আজ তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

হাওড়ার জগদীশপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার বিরুদ্ধে বহু স্থানীয় বাসিন্দার অভিযোগ ছিল। অনেকেই অভিযোগ করেছেন, মারধর করতেন, ভয় দেখাতেন গোবিন্দ হাজরা। নতুন দোকান বা বাড়ি করতে গেলে তাকে টাকা দিতে হতো। গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন তিনি। অভিযোগ বাক্সে তার নামে বহু অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে। দাপুটে নেতা গ্রেফতার হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরাকে জেরা করতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তার বাড়িতে অস্র রাখা আছে বলে, জানতে পারেন পুলিশ আধিকারিকরা। এরপর জগদীশপুরের নতুন বিশ্বাসপাড়াতে রূপশ্রী উদ্যান নামে গোবিন্দ হাজরার বাগানবাড়িতে গত বুধবার গভীর রাতে পুলিশের অভিযান চলে। সেখান থেকে একটি আধুনিক সাত এমএম পিস্তল পাওয়া গেছে, আরও কিছু স্থানে আরও বেশকিছু আগ্নেয়াস্ত্র পাবার সম্ভাবনা রয়েছে, ফলে সমস্ত জায়গায় কঠোরভাবে তল্লাশি চলছে পুলিশের।

বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নির্বাচনের সময় আগ্নেয়াস্র ব্যবহার করে ভয় দেখানো বা কোন অপরাধ সংঘটিত হয়েছিল কিনা? তার তদন্ত চলছে। একাধিক আইনজীবী জানিয়েছেন যে, অস্ত্র আইনে কয়েক বছরের কারাদণ্ড ভোগ করতে পারেন তিনি। এরপর আজ তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছিল। বিচারক তার জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন। আগামী ৮ ই জুলাই পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!