এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে প্রত্যাবর্তনে পা বাড়িয়ে হেভিওয়েট সাংসদ, কিন্তু পথের কাঁটা তাঁরই একসময়ের সতীর্থ

তৃণমূলে প্রত্যাবর্তনে পা বাড়িয়ে হেভিওয়েট সাংসদ, কিন্তু পথের কাঁটা তাঁরই একসময়ের সতীর্থ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাংসদ সুনীল মণ্ডল। পূর্ব বর্ধমানের সাংসদ তিনি। দল পরিবর্তন করলেও নিজের সাংসদ পদ ছাড়েননি তিনি। খাতায়-কলমে এখনো তিনি তৃণমূল সাংসদ হয়ে রয়েছেন। এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসার মনস্থ করেছেন সুনীল মণ্ডল।

তাঁকে তৃণমূলে প্রত্যাবর্তন এর ব্যাপারে প্রশ্ন করা হলে, গতকাল তিনি জানিয়েছেন যে, যদি দল থেকে প্রস্তাব আসে, তবে তাঁর কোন আপত্তি নেই। তাঁর এই বক্তব্যের পর তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আপত্তি জানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, নিজের স্বার্থে একসময় তিনি বিজেপিতে গিয়েছিলেন, এখন নিজের সুবিধার জন্য তৃণমূলে আসতে চাইছেন। অর্থাৎ, তাঁর তৃণমূলের ফেরার ব্যাপারে কাটা হয়ে রইলেন তাঁরই এক সময়ের সতীর্থ।

প্রসঙ্গত, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন সাংসদ সুনীল মণ্ডল। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাঁকে যে কথা দিয়েছিলেন, সে কথা তিনি রাখেননি। দাদা-ভাই হয়ে একসঙ্গে কাজ করার কথা বলা হয়েছিল সেদিন। কিন্তু কথা রাখেননি শুভেন্দু অধিকারী। অনেকের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। অনেক বিচক্ষণ রাজনীতিবিদ বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে বিশ্বাস করতে পারছেন না।

এরপর তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি তৃণমূলে ফিরে আসতে ইচ্ছুক কিনা? তার উত্তরে সাংসদ জানিয়েছেন যে, তৃণমূলের কাছ থেকে প্রস্তাব এলে তাঁর কোনো আপত্তি নেই। রাজনৈতিক সিদ্ধান্ত নিতে অনেকেরই ভুল হতে পারে। সবাই এক রকম হবে, তা নয়। কিন্তু সকলকে আন্তরিকভাবে গ্রহণ করা উচিত। তবে, বিজেপি হয়তো মনে করছে, এদেরকে বিশ্বাস করা ঠিক নয়। তাই যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁদের সঙ্গে বিজেপি মানিয়ে নিতে পারছেন না। সহ্য করতে পারছে না। তিনি মনে করেছিলেন বিজেপি বড় সাংগঠনিক দল। কিন্তু এখানে সেই জায়গা পাচ্ছেন না তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুনীল মন্ডলের এই বক্তব্যের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন যে, তৃণমূল কেন তাঁকে প্রস্তাব দিতে যাবে? তিনি কে? তাঁর কোন স্ট্যান্ডার্ডই নেই। নিজের স্বার্থে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁর লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে ভূত হয়ে গেছে। তিনি হলেন, চুরি ডাকাতি করা লোক। ইঁদুরের গর্তে তিনি ঢুকে রয়েছেন। এখন নিজের সুবিধার জন্য তৃণমূল আসার চেষ্টা করছেন তিনি।

অর্থাৎ সাংসদ সুনীল মণ্ডলের তৃণমূলে প্রত্যাবর্তনের পথে বড়োসড়ো কাটা ফেলে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর বেশকিছু হেভিওয়েটের প্রত্যাবর্তনের সম্ভাবনা শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখতে দেখা যায় সংসদ সুনীল মণ্ডলকে। শুরু হয় তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা। তবে, এখন তাঁর দলে প্রত্যাবর্তন অনেকটাই কঠিন হয়ে গেল বলে, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!