মথুরাপুরে সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান রাজ্য January 20, 2018 ফের বিজেপিতে যোগদান। এদিন মথুরাপুরে বিজেপি-র কর্মী সম্মেলন হয় আর সেখানেই সিপিআইএম ও তৃণমূল থেকে প্রায় ৩০০ জন কর্মী বিজেপিতে যোগ দেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ইউল দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দাস এবং জেলা পর্যবেক্ষক রাজেশ যাদব।বিজেপিতে যোগ দিয়ে যোগদানকারীরা জানান যে এখন রাজ্যে প্রধান বিরোধী মুখ হলো বিজেপি।তৃণমূলের সাথে থাকতে চান না তাই বিজেপিতে যোগ দিয়েছেন। অভিজিৎবাবু এই নিয়ে এদিন বলেন, গত কয়েকমাস ধরে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম থেকে যে হারে কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে, তাতে এটুকু পরিষ্কার যে আগামী পঞ্চায়েত ভোটে দক্ষিণ ২৪ পরগনার এই পশ্চিমভাগে বিজেপি একটা মিরাকল ঘটাবে। ভারতীয় জনতা পার্টি অনেক অঞ্চল দখল করবে।”তবে আস্তে আস্তে অন্য দলের ভাঙ্গন আর বিজেপির উত্থান কিন্তু পঞ্চায়েত ভোট প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে যে তৃণমূল থেকে কেউ বিজেপিতে যোগ দিয়েছে বলে তাদের কাছে খবর নেই। আর যদিও যোগ দেয় তবে এতে দলের কোনো ক্ষতি হবে না। আপনার মতামত জানান -