এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘খেলা হবে’ নিয়ে এবার মুখ খুললেন প্রশান্ত কিশোর, কি বললেন তিনি? জেনে নিন

‘খেলা হবে’ নিয়ে এবার মুখ খুললেন প্রশান্ত কিশোর, কি বললেন তিনি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে শুরু হতে চলেছে নির্বাচনী কালবৈশাখী। এবারের নির্বাচনে বাংলার মসনদ দখলের লড়াইতে সর্বশক্তি নিয়ে  নেমেছে মুখ্য রাজনৈতিক দলগুলি। তবে মুখ্য প্রতিপক্ষ হিসেবে অবশ্য সামনাসামনি রয়েছে তৃণমূল এবং বিজেপি। বরাবরই নির্বাচনে আকর্ষণীয় স্লোগান মানুষের মন জয় করে নেয়। এক্ষেত্রে তৃণমূলের ‘মা,মাটি, মানুষের জয়’ অন্যতম স্লোগান ছিল। তবে এবার তৃণমূলের স্লোগান নজর কেড়েছে সবার।

 ‘খেলা হবে’ স্লোগানটি আকর্ষণীয় রূপ দেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। কিন্তু দিনদিন বিরোধীরা জোড়ালো দাবী তুলছে ‘খেলা হবে’ স্লোগানটি বন্ধ করার জন্য। এবার ‘খেলা হবে’ স্লোগানের ব্যাখ্যা দিলেন তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর।সম্প্রতি রাজ্যজুড়ে তৃণমূলের স্লোগান নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভোটের মুখে এসেছে তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’। এটির জনপ্রিয়তাও দিনদিন বাড়ছে বলে দাবী সবার। এমনকি এটির ডিজে ভার্সানও এসে গেছে।

কিন্তু ‘খেলা হবে’ এর জনপ্রিয়তাকে ধাক্কা দিতে বারংবার বিজেপি থেকে কমিশনে নালিশ করা হচ্ছে। কারণ বিজেপির মতে ‘খেলা হবে’ স্লোগানের মধ্য দিয়ে রাজনৈতিক হিংসাকে মাথাচাড়া দিতে উস্কানি দেওয়া হচ্ছে। যদিও এর পাল্টা গেরুয়া শিবিরের দাবি, খেলা এবার শেষ হবে। এই অবস্থায় তৃণমূলের ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর ‘খেলা হবে’ র অর্থ ব্যাখ্যা করলেন। সংবাদসূত্রের খবর, প্রশান্ত কিশোর জানিয়েছেন, ‘খেলা হবে’ এর সাধারণ অর্থ বাংলায় খেলা হবে।

মূলত তিনি গেরুয়া শিবিরের প্রতি এদিন ক্ষোভ উগড়ে দিয়ে জানান, বরাবর বিজেপি চেষ্টা করে বিপক্ষ দলকে ভেঙে দিতে। একইসাথে তাঁদের বিরুদ্ধে থাকা শক্তির অবিরাম ভুল ব্যাখ্যা করে তাঁরা। ফলস্বরূপ বিজেপি বিরোধীরা অনেকটাই পিছিয়ে পড়ে। কিন্তু এ রাজ্যে ‘খেলা হবে’ স্লোগানটি এমন ভাবে দেওয়া হয়েছে, যাতে গেরুয়া শিবির চাপে পড়ে গেছে।

প্রশান্ত কিশোরের কথায় ‘খেলা হবে’ স্লোগানটির মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে বিরোধীরা যাই করুক না কেন, সেটা অনেকটা অভিনয়ের মতনই দেখতে লাগবে। একই সাথে বিজেপির উত্থানের পেছনে বাম কংগ্রেসের ব্যাপক হাত বলে প্রশান্ত কিশোর এদিন দাবি করেছেন। তাঁর মতে, বাম কংগ্রেস বিরোধী দলের ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে বিজেপির উত্থান। এ রাজ্যে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বিজেপি এরাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে প্রচারে এসে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী জানিয়েছেন, এবারে আসল পরিবর্তন হবে। আর প্রধানমন্ত্রীর এই দাবিকে নিয়েই প্রশান্ত কিশোর প্রশ্ন তুলেছেন। কেন পরিবর্তন হবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী কিছুই বলছেননা বলে অভিযোগ পিকের। এ প্রসঙ্গে প্রশান্ত কিশোর গত পাঁচ বছরের আসামের বিজেপি সরকারের কথা তুলে ধরেছেন। প্রসঙ্গত, ‘খেলা হবে’ স্লোগানটি মূলত বাংলাদেশে উৎপত্তি হলেও তৃণমূলের মত করেই কিন্তু সেটি লিখেছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

তবে স্লোগান হিসেবে এটি প্রথম উচ্চারণ করেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। এই স্লোগানটি যে গেরুয়া শিবিরকে চাপে ফেলছে, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কার্যত রাজনৈতিক মহলের অনেকেই ব্যাখ্যা করছেন ‘খেলা হবে’ চাপে ফেলেছে গেরুয়া স্লোগান ‘জয় শ্রীরাম’ কে। আর তাই ‘খেলা হবে’ র বিরুদ্ধে বারংবার কমিশনের কাছে নালিশ জানাতে ছুটছেন গেরুয়া নেতা-মন্ত্রীরা। তবে নালিশ জানালেও কমিশনের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত এই নিয়ে বিশেষ কিছু বলতে শোনা যায়নি। এবার দেখার, প্রশান্ত কিশোরের ‘খেলা হবে’ র ব্যাখ্যা বিরোধীদের সন্তুষ্ট করতে পারে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!