এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটের মুখে হঠাৎ লালার উদয়, কোন গুড় রহস্য উদ্ঘাটনের ইঙ্গিত কি? ঘুরতে পারে কি নয়া মোর?

ভোটের মুখে হঠাৎ লালার উদয়, কোন গুড় রহস্য উদ্ঘাটনের ইঙ্গিত কি? ঘুরতে পারে কি নয়া মোর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল হঠাৎ সিবিআই দপ্তরে দুজন আইনজীবীকে নিয়ে উপস্থিত হলেন অনুপ মাঝি বা লালা। দীর্ঘ সময় ধরে ফেরার ছিলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত লালা। হাজার চেষ্টা করেও তাকে ধরতে পারেন নি গোয়েন্দারা। গতকাল তিনি নিজেই উপস্থিত হলেন সিবিআই দপ্তরে। আগামীকাল তাকে আবার তলব করা হয়েছে। নির্বাচনের মধ্যেই লালার এমন হঠাৎ উদয়, একাধিক প্রশ্ন জাগিয়ে তুলেছে বিভিন্ন মহলে।

গতকাল ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুপ মাঝি বা লালাকে। আগামীকাল আবার তাকে তলব করা হলো। গোয়েন্দা সূত্রের দাবি, লালাকে জিজ্ঞাসাবাদ করলেই সামনে চলে আসবে একাধিক গুড় তথ্য, উন্মোচিত হবে একাধিক গুড় রহস্যের দ্বার। প্রসঙ্গত, লালার সঙ্গে কয়লা পাচার চক্রে বেশকিছু প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছে। যাদের সাহায্যে লালা এই অবৈধ কারবার চালাত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, তাকে একাধিক প্রশ্ন করেছিলেন গোয়েন্দারা। যার মধ্যে ছিল, কদিন ধরে এই কারবার চলছে? পুলিশ অফিসারদের মধ্যে কারা কারা এরসঙ্গে জড়িত আছেন? কোন কোন প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে দিয়েছেন লালা? ইত্যাদি। তবে, জিজ্ঞাসাবাদে তেমন একটা সহযোগিতা করেন নি লালা। তাই আগামীকাল আবার তাকে তলব করা হলো। লালাকে জিজ্ঞাসাবাদ করেই কয়লা পাচার কাণ্ডের মূল মাথাদের দ্রুত চিহ্নিত করতে সচেষ্ট হয়েছে সিবিআই।

কয়লা কাণ্ডে একাধিক হেভিওয়েট এর নাম জড়িয়েছে। যাদের একে একে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কয়লা কাণ্ডে নাম জড়িয়েছে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের। যদিও বিনয় মিশ্র এখনো ফেরার, গ্রেফতার করা হয়েছে তার ভাই বিকাশ মিশ্রকে। অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবার মেনকা গাম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরা ও তার শ্বশুর পবন অরোরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা যাচ্ছে, লালার বিরুদ্ধে কাছে বেশ কিছু অকাট্য তথ্য প্রমাণ রয়েছে গোয়েন্দাদের হাতে। অনেকে মনে করছেন কয়লা পাচার কাণ্ডে রাজসাক্ষী পর্যন্ত হতে পারেন এই অনুপ মাঝি।

তাই শেষ পর্যন্ত নির্বাচনের মধ্যেই জল কোন দিকে গড়ায়? এই প্রশ্ন ঘোরাফেরা করছে সকলের মুখে। বিজেপি সহ একাধিক বিরোধীদের দাবি, এই কারবারে জড়িত প্রভাবশালীদের দ্রুত চিহ্নিত করা হোক। কান টেনে তাড়াতাড়ি মাথাকে ধরা হোক। তবে তৃণমূলের অভিযোগ, নির্বাচনের পূর্বে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সিবিআইকে ব্যবহার করছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!