এখন পড়ছেন
হোম > জাতীয় > গান্ধী ঘাতকের মূর্তি বানিয়ে পুজো হিন্দু মহাসভার, তীব্র বিতর্ক দেশজুড়ে

গান্ধী ঘাতকের মূর্তি বানিয়ে পুজো হিন্দু মহাসভার, তীব্র বিতর্ক দেশজুড়ে


একদিকে যখন নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর আদর্শে দেশজুড়ে ঝড় তুলেছেন ‘স্বচ্ছতা অভিযানের’, তাঁরই দলের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান গান্ধীজির নাম ব্যবহার করে অনশনে বসেছিলেন, অন্যদিকে তখন সেই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ‘দেশের শত্রু’ মহাত্মা গান্ধীকে হত্যা করে ‘শহীদ’ হওয়া নাথুরাম গডসের ফাঁসির দিনেই তাঁর ৩২ ইঞ্চি দীর্ঘ মূর্তি বসিয়ে, ‘প্রাণপ্রতিষ্ঠা’ করে পুজো করল হিন্দু মহাসভা, বিলি করা হল প্রসাদও। যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ও আলোড়ন উঠেছে দেশ জুড়ে।
বিরোধী কংগ্রেসের দাবী, এটা জাতির জনককে অপমানের চক্রান্ত। একদিকে মহাত্মার মূর্তি পোড়ানো হয়েছে মোরেনায়, অন্যদিকে গোয়ালিয়রে তাঁর হত্যাকারীর নামে মন্দির হল! এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত্‍। আবার এরাই দেশপ্রেমিক বলে দাবি করে নিজেদের। ক্ষোভে ফেটে পরে কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের নাকের ডগায় গান্ধীঘাতকের মন্দির তৈরি হচ্ছে, এটা লজ্জার! সমগ্র ঘটনায় বিজেপির নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে বিজেপির শীর্ষনেতৃত্ত্ব। বিজেপির তরফে জানা যাচ্ছে, হিন্দু মহাসভা আইন, সংবিধান ভেঙে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!