এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নাম না করে তৃণমূল নেতাকে কার্যত ‘সারমেয়র’ সঙ্গে তুলনা করলেন আব্দুল মান্নান

নাম না করে তৃণমূল নেতাকে কার্যত ‘সারমেয়র’ সঙ্গে তুলনা করলেন আব্দুল মান্নান

গতকাল বীরভূমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আব্দুল মান্নানের যাওয়া আটকাতে এবং জমি আন্দোলনকারীদের থামাতে যে ভাষা প্রয়োগ করেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল, আজ বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান তার তীব্র প্রতিবাদ করেন। নিজের বক্তব্য রাখতে অনুব্রত বাবুর নাম না নিয়েও কার্যত তাকে সারমেয়র সঙ্গে তুলনা করেন তিনি। মান্নান সাহেব প্রশ্ন তুলেছেন এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরেও পুলিশ কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করছে না? অনুব্রত মন্ডল শাসকদলের নেতা বলেই তৃণমূল কংগ্রেস এই নিয়ে মুখ খুলছে না বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, অনুব্রত মন্ডলকে কটাক্ষ করেই মান্না সাহেব বলেছেন, যারা ঘেউ ঘেউ করে, তাদের কাছ থেকে রবীন্দ্র সংগীত আশা করা যায় না!
যদিও আজ তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দ্বর্থ্যহীন ভাষায় জানিয়েছেন, দল কোনওভাবেই অনুব্রত মণ্ডলের এই কাজকে অনুমোদন করে না, এমনকি দলের বীরভূম জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম মারফত সেই দলীয় বার্তা তাঁকে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু অনুব্রত মন্ডল নিজে বিশ্বাস করেন, তিনি ভুল কিছু করেছেন বা বলেছেন। সংবাদমাধ্যমের সামনে তাঁর বক্তব্য, তিনি পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে বলেছেন মাত্র!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!