এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়ের দাবী অমূলক বলছে অভিষেক ব্যানার্জী শিবির

মুকুল রায়ের দাবী অমূলক বলছে অভিষেক ব্যানার্জী শিবির


‘বিশ্ব বাংলা’ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি নোটিস পাবার পরেই মুকুল রায়ও আইনি নোটিশ পাঠালেন অভিষেক ব্যানার্জীকে। নোটিসে মানহানির অভিযোগকে অস্বীকার করে অভিষেক ব্যানার্জীকে ৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইবার দাবি জানান। কিন্তু অভিষেক বাবুর শিবির তাতে এতটুকুও বিচলিত নন তাঁদের মতে মুকুল বাবু যে অভিযোগ করেছেন তার সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেন নি আর তছাড়া অভিষেকবাবুর আনা অনেক অভিযোগ এড়িয়েও গেছেন।
মুকুল রায়ের আইনজীবী জানিয়েছেন, শিল্প-বাণিজ্য মন্ত্রকের কাছে গত ২৬ নভেম্বর ২০১৩ সালে ‘বিশ্ব বাংলা’ লোগোর জন্য আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বছরের ৮ মে ট্রেড জার্নালে ওই লোগোর মালিকের ঠিকানা বলা হয়েছে ৩০ বি, হরিশ মুখার্জি স্ট্রিট, যা আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা। এর থেকেই বোঝা যায় আমার মক্কেল (মুকুল রায়) সব ঠিকই বলেছেন। যদিও এই বিষয়ে অভিষেক বাবুরকোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির মনে করছেন যে মুকুল বাবু নিজেই নিজের পাঠানো উত্তরে ভুল স্বীকার করে নিয়েছেন। তাঁদের মতে, বিশ্ববাংলার মালিকানার বিষয়টি পরিষ্কার করে বাখ্যা করা হয় নি। বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের মালিক যে রাজ্য সরকারই এই কথাই ফুটে উঠেছে তাঁর পাঠানো জবাবি চিঠিতে। এছাড়াও জাগো বাংলা বা তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে তিনি কিছু লেখেনই নি। অভিষেক বাবু ‘বিশ্ব বাংলা’ লোগোর সত্ত্বর দাবী তুলে নেওয়ার পর এখন রাজ্য সরকারের ‘বিশ্ব বাংলা’ লোগোর সত্ত্ব হাতে পাওয়া সময়ের অপেক্ষা বলে নবান্ন সূত্রে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!