এখন পড়ছেন
হোম > রাজ্য > নারদ তদন্তে নতুন মোড়, মিললো রিপোর্ট

নারদ তদন্তে নতুন মোড়, মিললো রিপোর্ট

নারদ মামলায় নাম জড়িয়েছিল তৃণমূলের তাবড় তাবড় নেতা-নেত্রীর। নারদ কাণ্ডের অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআই তাঁদের তদন্তকারী অফিসারদের দিয়ে অভিযুক্তদের বাড়ি ও অফিসে গিয়ে ভিডিওগ্রাফি করেছিলেন একেবারে ম্যাথুর আদলে। নরাদকাণ্ডে ১৩ জন অভিযুক্তর মধ্যে শুধু মুকুল রায় ও পুলিশ অফিসার এসএমএইচ মির্জার ভিডিওগ্রাফি করা হয়নি। বাকিদের সবার করা হয়েছে এবং সবার দুই রকমের ভিডিওই চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠায় সিবিআই।
সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন। বাকি ১০ জনের মধ্যে ৮ জনের ক্ষেত্রে ম্যাথুর তোলা ভিডিও-র সঙ্গে ম্যাথুর ভিডিও মিলে গেছে বলে জানা গেছে। আর এই ভিডিওগুলি মিলে যাওয়ায় তদন্তে আরো জোরালো প্রমান মিললো বলে মনে করা হচ্ছে। নারদ অভিযুক্তরা যে টাকা লেনদেন করেছিলেন সে ব্যাপারে এটা একটা প্রমান বলে মনে করছি তদন্তকারী দল।৯টি জায়গার ক্ষেত্রে নতুন ছবির সঙ্গে পুরনো ছবির মিলে যার ফলে এটা প্রমাণিত হলো যে এই জায়গায় বসে ম্যাথু টাকা নিয়েছিলেন। আর তাই না মেলা ২টি ভিডিওর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!