এখন পড়ছেন
হোম > রাজ্য > বিশ্ব- বাংলা নিয়ে তিন বিরোধী কাঁটায় বিদ্ধ সরকার,কি পরিস্থিতি রাজ্যে?

বিশ্ব- বাংলা নিয়ে তিন বিরোধী কাঁটায় বিদ্ধ সরকার,কি পরিস্থিতি রাজ্যে?

‘বিশ্ব বাংলা’ খবরের শিরোনামে এসেছে অনেকদিনই। তবে মুকুল রায়ের অভিযোগের পর তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। আর এই ‘বিশ্ব বাংলা’ নিয়ে সরকারের প্রায় নাজেহাল অবস্থা। তিন কাঁটার মতো তিন বিরোধী রাজ্য সরকারের গলায় আটকে আছে। আর এই তিন বিরোধীরা হলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর তৃতীয় জন হলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। প্রথম জন অর্থাৎ মুকুল রায় প্রথমে বিশ্ববাংলার মালিকানা নিয়ে অভিযোগ তোলেন। আর সেই অভিযোগ খন্ডাতে রাজ্যের দুই আমলা দিয়ে পরিস্থিতি সামলাতে আসরে নেমেছে রাজ্য সরকার। আর এতে আবার নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে। কারণ রাজ্যের ওই দুই আমলা অত্রি ভট্টাচার্য এবং রাজীব সিনহা যাঁরা বিশ্ব বাংলা নিয়ে মুকুলের অভিযোগের বিরোধিতা করে আসরে নেমেছিলেন এবার তাঁদেরকে চিঠি পাঠানোর পাশাপাশি কেন্দ্রের কাছে তাঁদের নামে অভিযোগ করে চিঠি পাঠিয়েছেন মুকুলবাবু। শোনা গেছে এই দুই আমলাকে শো- কজ করতে পারে কেন্দ্র। মুকুল রায় অবশ্য এখানেই থামেন নি তিনি এরপর আবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে নালিশ করেছেন এই দুই আমলার বিরুদ্ধে। ফলে রাজ্য সরকার ফের অস্বস্তিতে পড়েছে। এরপর আবার দ্বিতীয় জন অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ফিফার কাছে নালিশ করেছেন রাজ্য সরকারের নামে। তিনি অভিযোগ জানিয়েছেন কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সময়ে ফিফার লোগোর সঙ্গে ‘বিশ্ব বাংলা’র লোগো অনৈতিক ভাবে ব্যবহার করেছে রাজ্য সরকার।
আর তৃতীয় জন অর্থাৎ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী তিনি আবার একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। এই সব নিয়ে এখন রাজ্য সরকার খানিকটা অস্বস্তিতে। তবে তৃণমূল এই কথা মানতে নারাজ তাঁদের মতে তৃণমূল কোনো অনৈতিক কাজ করে নি এগুলো সবই অপপ্রচার। মানুষ সত্যিটা জানেন আর তাই তাঁরা তৃণমূলের পাশেই আছেন আর থাকবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!