এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > পুরাতন ভৃত্যের মায়া ছাড়তে পারছেন না দিদি -অনুব্রত মণ্ডলকে কঠাক্ষ হেভিওয়েট নেতার

পুরাতন ভৃত্যের মায়া ছাড়তে পারছেন না দিদি -অনুব্রত মণ্ডলকে কঠাক্ষ হেভিওয়েট নেতার


পুরাতন ভৃত্যের মায়া ছাড়তে পারছেন না দিদি -অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গতকাল জেলাজুড়ে বিভিন্ন জায়গায় একাধিক দাবি নিয়ে বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজ়েশনের লং মার্চ হয়। সেইমতো সিউড়ি জেলা স্কুল মাঠেও লং মার্চ হয়। আর সেখানেই উপস্থিত হয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন তৃণমূলের বীরভূমের জেলা সম্পাদক অনুব্রত মন্ডলের নাম না নিয়ে বলেন, “আপনাদের জেলায় একজন আছেন, তিনি বলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি রাস্তায় উন্নয়ন দেখতে দেখতেই আসছি। রেল ও বাস দেখছি, আমার ৬ ঘণ্টা লাগল এখানে আসতে। যেটা ৪ ঘণ্টা লাগে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সাথেই কটাক্ষ করে সূর্যকান্তবাবু বলেন, “আপনার এখানে বালি হোক, পাথর হোক, আর যাই হোক লুটপাট চলছে। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আমার কথা নয় রবীন্দ্রনাথের কথা। রবিঠাকুরের পুরাতন ভৃত্য। পুরাতন ভৃত্য তো তাই দিদি মায়া ছাড়তে পারছেন না। প্রতিদিন দেখছি লুটতরাজ নিয়ে খুনোখুনি হচ্ছে। আমাদের উপর আক্রমণ হচ্ছে। আমাদের কত কমরেড শহিদ হয়েছেন। কত মিথ্যা মামলা হয়েছে।”

তবে শুধু অনুব্রতবাবুকে কটাক্ষ করে চুপ থাকলেন না তিনি। সাথেই কর্মীদের উদ্দেশ্যে বললেন যে তৃণমূল কর্মীদের তৃণমূল সরকার নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দিতে পারবে এই লাল ঝাণ্ডা। যাঁরা বুক চিতিয়ে, রোদ মাথায় নিয়ে, ঘাম ঝরিয়ে রাস্তায় আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!