এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ১৫ জনের তালিকা ঘিরে জল্পনা চরমে গেরুয়া শিবিরের অন্দরে – আগামী এক সপ্তাহেই কি চিত্র পরিষ্কার?

১৫ জনের তালিকা ঘিরে জল্পনা চরমে গেরুয়া শিবিরের অন্দরে – আগামী এক সপ্তাহেই কি চিত্র পরিষ্কার?

এই মুহূর্তে টানটান উত্তেজনার আবহ রাজ্য-রাজনীতিতে। লোকসভা ভোটের প্রস্তুতি অতি সন্তপর্ণে শুরু হয়ে গেছে রাজনৈতিক শিবিরগুলির অভ্যন্তরে। তার উপরে একের পর এক ঘটনার ঘনঘটা গোটা রাজ্যজুড়ে – আর তা নিয়ে তীব্র টানাপোড়েন শাসক-বিরোধী শিবিরের মধ্যে বা বলা ভালো তৃণমূল-বিজেপি শিবিরের অন্দরে। ব্রিজভাঙা বা ছাত্রমৃত্যু নিয়ে গেরুয়া শিবির সুর চড়ালে, পাল্টা এলপিজি বা মহিলা কেলেঙ্কারি নিয়ে চাপ সৃষ্টি করছে তৃণমূল।

এর মাঝেই গেরুয়া শিবিরের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ১৫ জনের এক তালিকার কথা। আর তাই নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা। গেরুয়াশিবিরের এক প্রভাবশালী অংশের বক্তব্য বেশ কয়েকজন হেভিওয়েট সাংসদ সহ অন্যান্য দলের বিভিন্ন গুরুত্ত্বপূর্ন নেতা বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন এবং রাজ্য-রাজনীতির এই সমস্ত হেভিওয়েট নেতাদের সঙ্গে নাকি সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্বের কথা হয়েছে।

এইসকল নেতাদের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে ও আলাপ-আলোচনা করে শেষপর্যন্ত ১৫ জনের এক চূড়ান্ত তালিকা তৈরী করা হয়েছে যাঁদের বিজেপিতে যোগদান করানো হবে। আর এই যোগদানের পর্ব নাকি শুরু হবে দুর্গাপূজা মিটে গেলেই। এই নেতারা গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর যাতে তাঁদের অনুগামীদের কোনো অসুবিধা না হয়, বিশেষ করে যেদল থেকে তাঁরা আসবেন সেই দলের অনুগামীদের হেনস্থা হতে না হয় তার বিশদ নীল-নকশা করতেই এই তালিকা তৈরী করা হয়েছে এবং সেই অনুযায়ী ঘুঁটি সাজানোর কাজ চলছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

গেরুয়া-শিবিরের আরেক অংশের মতবাদ – রাজ্য নেতৃত্ত্বের একটি বড় অংশের উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ত্ব। বিশেষ করে রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাওয়ায় শাসকদলের উপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে – কিন্তু তাকে কাজে লাগিয়ে কোন জোরদার আন্দোলন নাকি করা যাচ্ছে না। এছাড়াও ‘অনভিপ্রেত’ বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে বেশ কিছু শীর্ষনেতার – যা লোকসভা নির্বাচনের আগে বড় অস্ত্র তুলে দিচ্ছে তৃণমূল সহ অন্যান্য বিরোধীদের হাতে। ফলে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়ার জন্য ১৫ জনের একটি তালিকা তৈরী হয়েছে – যাঁদের পদত্যাগের নির্দেশ দেওয়া হবে এবং ঢেলে সাজানো হবে রাজ্য কমিটি।

অন্যদিকে, আরেক অংশের মতে বর্তমান রাজ্য সভাপতি সহ বর্তমান রাজ্য কমিটির মোট ১৫ জনের কাজে কেন্দ্রীয় নেতৃত্ত্ব অত্যন্ত খুশি। ফলে এঁদের রাজ্য-কমিটিতে রেখে দেওয়া হবে। কিন্তু লোকসভা নির্বাচনে ভালো ফলের উদ্দেশ্যে দলের বেশ কয়েকজন তরুণ নেতাকে সামনের সারিতে নিয়ে আসা প্রয়োজন। এইসব তরুণ নেতৃত্ত্ব এতদিন কোন পদ না পেয়েও দলের জন্য খুব ভালো কাজ করেছেন। তাই ওই ১৫ জনকে রেখে দিয়ে – বাকি যাঁরা বিভিন্ন পদে আছেন অথচ সেই হিসাবে দৌড়ঝাঁপ করতে পারছেন না, তাঁদের সরিয়ে এই সকল তরুণ মুখকে সামনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে।

গেরুয়া শিবিরের অন্দরে আরও গুঞ্জন এই ১৫ জনের তালিকা আছে একেবারে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের এক ‘খাস’ অনুচরের কাছে। আর তাই, সেখান থেকে কোন খবর এই মুহূর্তে রাজ্যনেতাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। তবে, যে তালিকায় হোক এবং সেই অনুযায়ী যে সিদ্ধান্তই নেওয়া হোক – তার কাজ ইতিমধ্যেই কেন্দ্রিয়স্ত্রে শুরু হয়ে গেছে। খাতায় কলমে যা কিছু করার তা এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে – ফলে কাদের নাম আছে ওই তালিকায় এবং সেই অনুযায়ী কি পরিবর্তন দেখা যাবে বঙ্গ-বিজেপিতে সেই চিত্র অনেকটা স্পষ্ট হয়ে যাবে আগামী এক সপ্তাহের মধ্যেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!