এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে বিদ্রোহীর সংখ্যা বেড়েই চলেছে! টীম পিকে, হেভিওয়েট মন্ত্রী মান ভাঙাতে পারছেন না কেউই?

তৃণমূলে বিদ্রোহীর সংখ্যা বেড়েই চলেছে! টীম পিকে, হেভিওয়েট মন্ত্রী মান ভাঙাতে পারছেন না কেউই?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দল তৃণমূলে বাড়ছে একের পর এক বিদ্রোহী বিধায়কের সংখ্যা। দলের বিরুদ্ধে সরব হয়ে দলত্যাগ করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তও দলের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ। গতকাল মঙ্গলবার সকালে তাঁর মান ভাঙাতে তাঁর বাড়ি গিয়েছিলেন পিকে টিমের সদস্যরা। সে সময় তিনি জানিয়েছিলেন যে, কর্পোরেট সংস্থার প্রতিনিধি নয়, রাজনীতিবিদদের সঙ্গেই তিনি কথা বলতে চান। এরপর, গতকাল বিকেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন খাদ্য মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু বাড়ি গিয়ে বিধায়কের দেখা পাননি তিনি।

প্রসঙ্গত, শাসকদল তৃণমূলে ক্রমেই বাড়ছে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। যাদের মান ভাঙাতে প্রচুর কাঠ-খড় পুড়িয়েও, মিলছে না তেমন সাফল্য। গতকাল মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে গিয়েছিলেন টিম পিকের সদস্যরা তাঁর মান ভাঙাতে। কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে, তিনি রাজনীতির মানুষ, এ কারণে তিনি কোন কর্পোরেট সংস্থার প্রতিনিধির পরিবর্তে রাজনীতির মানুষদের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন। এরপর গতকাল বিকেলে বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বৈঠক শেষ করার পর তাঁর বাড়িতে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সূত্রের খবর, গতকাল শীলভদ্র দত্তের বাড়ি গিয়েও তাঁর দেখা পাননি তিনি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য জানিয়েছেন যে, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী হলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। দলের প্রতি তাঁর মান অভিমান থাকতেই পারে। তবে, তিনি আশাবাদী তার সঙ্গে বসে কথা বললেই সমস্ত রকম সমস্যার সমাধান হবে। শীলভদ্র দত্ত তৃণমূলে ছিলেন, আছেন, এবং থাকবেন বলে জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শীলভদ্র দত্ত দলের প্রতি একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। তবে, দল ছাড়বেন বলে এখনো কিছু জানাননি তিনি। তবে, স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে তিনি দাঁড়াবেন না। গতকাল মঙ্গলবার আবার সে কথা তিনি জানিয়েছেন। গতকাল পিকে টিমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সামনে শীলভদ্র বাবু জানিয়ে দিয়েছেন যে, তাঁর অবস্থানে অনড় থাকবেন তিনি। তৃণমূলের প্রার্থী হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন না তিনি। সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, পিকে টিমের কাজকর্মে খুশি নন তিনি।

বিধায়ক শীলভদ্র দত্তের বাড়িতে পিকে টিমের সদস্যরা সৌজন্য সাক্ষাৎকার করতে গেলেও, এতে তিনি যে খুশি হননি সে কথাও তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, টিম পিকের সদস্যের পরিবর্তে যদি কোনো রাজনৈতিক কর্মী আসতেন, তবে ভালো হতো। তবে, একথাও তিনি জানিয়েছেন, ‘‘ দলের যে বা যারা আমাকে নিয়ে কটু মন্তব্য করছেন, তাঁরা নিজেদের ডুবন্ত জাহাজের আরোহী মনে করলেও তৃণমূল বিধানসভা ভোটে ২০০ আসন পেতে চলছে।’’ আবার এর সঙ্গে সঙ্গেই তিনি জানালেন যে, আগামী নির্বাচনের না লড়লেও, ব্যারাকপুরের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি।

ব্যারাকপুর এর বিধায়ক শীলভদ্র দত্ত তৃণমূলে থাকবেন বলে, যথেষ্ট আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি মদন মিত্র পিকে টিমের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর সঙ্গেও কথা বলবেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে আমফান ঝড়ের পর এক হাজার কোটি টাকা দুর্নীতির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিএজিকে দেওয়া নির্দেশ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে সাংবাদিকেরা প্রশ্ন করলে এ বিষয়ে তিনি কোন বক্তব্য রাখেননি। তিনি পরিষ্কার জানিয়েছেন যে, এ বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু হাতে কোন অর্ডার পাননি। আইনজীবী হবার কারণে কোনো বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত না জেনে বা না পড়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

তবে, রাজ্যের স্থানে স্থানে বাড়ছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের সংখ্যা, আগামী বিধানসভা নির্বাচনের আগে যা কপালে ভাঁজ ফেলে দিয়েছে শাসকদল তৃণমূলকে। বিদ্রোহীদের আশ্বস্ত করতে প্রায় অপারগ প্রতিপন্ন হচ্ছেন টিম পিকে কিংবা দলের হেভিওয়েটরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!