এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাদ্রাসা শিক্ষকদের প্রতিবাদ থামাতেও নির্বিচারে লাঠি চালাচ্ছে মমতার পুলিশ? বাড়ছে উত্তাপ?

মাদ্রাসা শিক্ষকদের প্রতিবাদ থামাতেও নির্বিচারে লাঠি চালাচ্ছে মমতার পুলিশ? বাড়ছে উত্তাপ?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের মন্ত্রী ঘনিষ্ঠ ৩৫ জনকে উর্দু শিক্ষক হিসেবে নিয়োগ করার অভিযোগ করতে দেখা গেছে বিরোধীদের। আর যা নিয়ে ইতিমধ্যেই এমন বিস্ফোরক অভিযোগে ঝড় উঠেছে রাজ্য জুড়ে। জানা গেছে, হঠাৎ করে শিক্ষক নিয়োগকে ঘিরে প্রশ্নের মুখে পড়েছে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তবে এরই মধ্যে উল্টো ঘটনার ঘটতে দেখা গেছে কলকাতায়।

সম্প্রতি, সেই মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতেই মঙ্গলবার রণক্ষেত্র আকার ধারণ করতে দেখা গেল ধর্মতলা চত্বরকে। এদিন ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চরমে উঠেছে বলে জানা যায়। জানা গেছে, সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিলেন তাঁরা।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেইসঙ্গে শিক্ষকদের উপর বেপরোয়াভাবে লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ জানান তাঁরা। বস্তুত, তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার ‘আনএডেড’ মাদ্রাসাগুলির উন্নয়নের দাবিতে নবান্ন অভিযান করার কথা ছিল ‘ওয়েস্টবেঙ্গল রেকগনাইজড আন এইডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’এর। সেইমত, এদিন সকালে মাদ্রাসা শিক্ষকদের কয়েকটি মিছিল ধর্মতলায় পৌঁছোয়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মিছিলগুলি গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়। তাদের উদ্দেশ্য ছিল, এরপর সকলে একসঙ্গে নবান্নের উদ্দেশ্যে যাবেন। অন্যদিকে, সংগঠন সেনার অনুমতিও নিয়েছিল বলে জানা গেছে। কিন্তু পুলিশের অনুমতি ছিল না। আর সেখানে এই প্রশ্নের উত্তরে এক আন্দোলনকারী বলেন, “আমরা অনুমতি চেয়ে চিঠি পাঠালেও পুলিশ উত্তর দেয়নি।” তাই বিনা অনুমতিতেই মিছিল করার সিদ্ধান্ত নেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাতেই সমস্যা দেখা দেয়। মিছিল শুরু হতেই পুলিশ বাধা দেয়। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশকর্মীদের ধ্বস্তাধস্তি শুরু হয় বলেও জানা যায়। কয়েকজন মাদ্রাসা শিক্ষক রাজপথে শুয়ে পড়েন বলেও জানা যায়। আর এরপরই নাকি কড়া পদক্ষেপ নিতে দেখা যায় পুলিশকে।

অন্যদিকে, বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ, বিনা বেতনে তাঁরা মাদ্রাসায় পড়াচ্ছেন। যখানে অন্যান্য রাজ্যের স্কুলের পড়ুয়ারা মিড-ডে মিল-সহ অন্যান্য সুবিধা পান, সেখানে এইসমস্ত স্কুলের পড়ুয়ারা কোনও সরকারি সুযোগ-সুবিধা পায় না। তাই তাঁরা এমন বিক্ষোভ মিছিল করেছেন বলেই জানিয়েছেন তাঁরা।

কিন্তু এখানে অভিযোগ, বিক্ষোভকারীদের অনেককেই প্রিজন ভ্যানে তোলা হয়। সেইসঙ্গে কয়েকজনের উপর লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ শোনা গেছে। এদিন, সংগঠনের সভাপতি জাভেদ মিয়াঁদাদ অভিযোগ করেছেন যে, “সংখ্যালঘুদের উপর এই সরকার অত্যাচার করছে। এই সরকারের মানসিকতা সংখ্যালঘুদের দাবিগুলিকে দাবিয়ে রাখা।”

অন্যদিকে, এর আন্দোলনকারী শিক্ষকের কথায়, “আমরা শান্তিপূর্ণভাবে গান্ধী মূর্তির দিকে এগোচ্ছিলাম। হঠাৎ পুলিশ আক্রমণ করে। আমাদের কয়েকজনকে মেরে রক্তাক্ত করা হয়েছে।” কিন্তু তাঁদের এই বিক্ষোভ যে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের আরো নতুন করে বলার সুযোগ করে দিয়েছে, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!