এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য সরকারের ঘুম উড়িয়ে পঞ্চায়েতে হিংসার বলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চাইলো স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্য সরকারের ঘুম উড়িয়ে পঞ্চায়েতে হিংসার বলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চাইলো স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে নানা অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হয়েছে। যার জেরে নির্বাচনের দিনেই বিভিন্ন দলের মোট ১৩ জন কর্মী ও সমর্থকের প্রাণনাশ হয়েছে। শুধু বিরোধী দল বলেই নয় মৃতের তালিকায় রয়েছে রাজ্যের শাসক দলেরও বহু কর্মী ও সমর্থক। নির্বাচনের দিনে রাজ্যে সন্ত্রাস ও প্রানহানির ঘটনায় কার্যত বিচলিত কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্যের মোট ৭টি জেলায় মোট ১৩ জন মানুষের প্রাণ হানি ঘটেছে। এছাড়াও রাজ্যের সর্বত্রই বিচ্ছিন্ন ভাবে সন্ত্রাসের খবর পাওয়া গেছে। অপ্রত্যাশিত ভাবেই বহু জায়গায় ব্যালট বাক্স পুড়িয়ে, তাতে জল ঢেলে দেওয়া হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আবার কোথাও বুথ থেকে দলীয় এজেন্টদের বের করে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এমনকি বুথের বাইরে বোমাবাজিও চলছে। এইসব ঘটনার বিস্তারিত বিবরণ সহ স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট দাবি করেছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সুসংহত ভাবে পরিচালনার দায়িত্ব রাজ্য সরকারের আয়ত্ত্বাধীন বিষয় কেন্দ্রের সেখানে হস্তক্ষেপ করার জায়গা নেই। তবুও পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একাধিকবার প্রস্তাব দেওয়া সত্বেও রাজ্য তা নাকচ করেছে। উলটে এক দফায় নির্বাচন পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকেও রাজি করিয়ে নেয়। তারপরেও কী করে এত গুলি প্রাণ হানি ঘটলো তা নিঃসন্দেহেই চিন্তার বিষয়। এখন কেন্দ্রের জবাবে রাজ্য কী ব্যাখ্যা দেয় সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল সহ রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!