এখন পড়ছেন
হোম > রাজ্য > পৌরসভার দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়ালো উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

পৌরসভার দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়ালো উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ তাই এখনও দুর্নীতির দায়ে গ্রেপ্তার হননি কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন রেবা কুণ্ডু ও তাঁর ছেলে শুভজিৎ এমনই অভিযোগ উঠলো। এই নিয়ে পুরসভার ৭ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ আর তাই নিয়েই পৌরসভার অন্যান্য কর্মী সহ সাধারণ মানুষ এই নিয়ে বিক্ষোভ মিছিল করেন তীব্র প্রতিবাদ জানান। জানা গেছে ২০১৫ সালে কোচবিহারের ব্যাঙচাতরা রোডে বিটুমিনাসের রাস্তা আর পেভার্স ব্লক বসানো নিয়ে সরকরী অর্থের দুর্নীতির অভিযোগে ওঠে তাদের বিরুদ্ধে এবং তৎকালীন পৌরসভার চেয়ারপারসন ছিলেন রেবা দেবী। এই নিয়ে ২০১৬ সালে তার বিরুদ্ধে সরকারি আদালতে জনস্বার্থে মামলা রুজু করেন শহরের বাসিন্দা সম্রাট কুন্ডু। সূত্রের খবর অনুযায়ী কাজ না করেই ট্রেজারি থেকে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা তোলা হয়েছিল এই ঘটনা জানাজানি হওয়ার পর অস্বস্তি ছড়িয়ে পড়ে শাসকদল তৃণমূলে এবং রেবা দেবী ৬ মাস আগেই নির্দিষ্ট পদ থেকে ইস্তফা দেন। তরপর দীর্ঘ দিন কেটে যায় এই মামলার কোনো ফায়সালা হয় নি কিন্তু এবং এদিন ৭জন কর্মী কে গ্রেফতার করলেপুরসভার কর্মীরা বিক্ষোভ দেখান ও অভিযোগ করেন পুরসভার নির্দোষ কর্মীদের ফাঁসানো হচ্ছে মূল অভিযুক্তদের বাঁচাতে।পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করছে না কেননা তাঁরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ঘনিষ্ঠ।এদিন এই প্রতিবাদ মিছিল ধর্মঘটের নেতৃত্ব দেন আলোক রায় বলেন,“মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করে কেন কর্মীদের গ্রেপ্তার করা হল। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে কর্মীদের বলির পাঁঠা করা হল বলেই আমাদের মনে হচ্ছে।” ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উন্নয়নমন্ত্রীও কোনো কথা বলেন নি। তিনি শুধু জনিয়েছেন যে “এটা পুলিশের ব্যাপার। যা বলার তারাই বলবে।” পুলিশ এদিকে কোনো কথাই বলেন নি। তাই বিষয়টি নিয়ে বেশ জোরালো সমালোচনার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!