এখন পড়ছেন
হোম > রাজ্য > চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত নিয়ে রায় দিলো কলকাতা হাইকোর্ট

চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত নিয়ে রায় দিলো কলকাতা হাইকোর্ট

চিট ফান্ডের আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দেওয়ার বাবস্থা করতে নতুন প্রস্তাব পেশ করল হাইকোর্ট। এসপি তালুকদারের একসদস্য কমিটি এবং প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের তিনসদস্য কমিটি একত্রিত হলে রাজ্য এই দুই কমিটির একত্রিতভাবে খরচ বহন করতে পারবে কিনা তা ৫ই মার্চের মধ্যে রাজ্য সরকারকে আদালতে জানাতে হবে, এমনটাই জানায় হাইকোর্ট। তিনসদস্য কমিটির খরচ কে বহন করে সে বিষয় কাউন্সিল অফিসের দ্বিতীয় তলায় মিটিংয়ের প্রস্তাব দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আমানতকারিদের টাকা ফেরত পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন আমানতকারি ফোরাম পক্ষের আইনজীবী সর্দার আমজাদ আলী। আমানতকারি ফোরামের তিনটি দাবীর কথা জানান তিনি। এক, কমিটির টাকা কে বহন করবে। দুই, কমিটির সচিব কে হবে এবং তিন, মিটিংয়ের স্থান বাবস্থা রাজ্জকে করতে হবে। দুই কমিটি একত্রিত হলে সমস্যা আরও জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী আমজাদ আলী। ইডির কাছে ৯০০ কোটি আছে এবং সেই টাকা আমানতকারিদের ফিরত দেওয়ার দাবী জানায় আমানতকারিদের আইনজীবী অরিন্দম দাস ও শুভাশিস চক্রবর্তী। এইদিন রাজ্যের উদ্দেশে একটাই প্রশ্ন উঠে আসে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি জয়মাল্য বাগচীর তরফ থেকে যার উত্তর রাজ্যকে ৫ই মার্চ জানাতে হবে আদালতকে, এমনটাই সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!