এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবুলকে নিয়ে আবারও বিস্ফোরক খবর প্রকাশ্যে, সৌজন্যে হেভিওয়েট বিজেপি নেতা

বাবুলকে নিয়ে আবারও বিস্ফোরক খবর প্রকাশ্যে, সৌজন্যে হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাবুল সুপ্রিয়কে নিয়ে একের পর এক জল্পনা বেড়ে চলেছে রাজনৈতিক মহলে। সম্প্রতি বাবুল সুপ্রিয় ঘোষণা করেছেন, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। আর তারপর থেকেই গেরুয়া শিবিরে শুরু হয় চাপা অস্বস্তি। এই অস্বস্তি কাটাতে ময়দানে তড়িঘড়ি নেমেছেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আর তারপরেই নতুন খবর সামনে আসে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কিছুদিন আগেই বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন। একইসাথে তিনি সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন। যদিও তা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ কম হয়নি।

অন্যদিকে রাজনৈতিক মহলের অনুমান, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরেই বাবুল সুপ্রিয়র সঙ্গে মতভেদ বাড়ছিল। বিগত দিনে বিভিন্ন ঘটনার মাধ্যমে তা সামনে এসেছে। তারপর মন্ত্রীত্ব চলে যাওয়ায় বাবুলের মনে যে ক্ষোভ জমেছে তা বলাই বাহুল্য। আর সেই জায়গা থেকেই রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা বাবুলের। একইসাথে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণার পরেও যেভাবে বাবুলকে নিয়ে সমালোচনা বাড়ছিল, তা নিয়েও সরাসরি দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষকে বাবুল নিশানা করে আবারও একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন।

এরপর আর সময় ব্যয় না করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বাবুল সুপ্রিয়কে নিয়ে বৈঠকে বসা হয়। শোনা যাছে, সেই বৈঠকে জেপি নাড্ডা বাবুল সুপ্রিয়কে বারবার অনুরোধ করেছেন, যেন বাবুল নিজের সিদ্ধান্ত ভেবে দেখেন। একইসাথে সোশ্যাল মিডিয়ায় পদত্যাগ সংক্রান্ত কোন খবর যেন বাবুল প্রকাশ না করেন সে কথাও বলা হয়েছে। কার্যত, একুশের ভোটের পর থেকেই বেসুরো হয়ে উঠেছিলেন বাবুল সুপ্রিয়। একাধিকবার তাঁকে ফেসবুকে পোস্টের মাধ্যমে অস্বস্তিজনক মন্তব্য লিখতে দেখা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, জেপি নাড্ডার কাছে বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে নালিশ করেছে। তবে এই বৈঠকের পরেই সন্ময় বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, বাবুল বিজেপি ছাড়ছেন না। তিনি রাজনীতি ছাড়তে পারেন কিন্তু বিজেপির সঙ্গ তিনি ছাড়বেন না। বাবুলের মান ভাঙাতে একাধিক নেতাকে তাঁর সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে তথাগত রায় দাবি করেছেন, বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু তিনি বাবুলকে বোঝাতে সমর্থ হননি।

বিশেষজ্ঞদের অনুমান, যদি বাবুল বিজেপি ছেড়ে দেন, তাহলে তা গেরুয়া শিবিরের কাছে অন্যতম বিপর্যয় হয়ে দাঁড়াবে। পাশাপাশি বাবুল বিজেপি ছাড়লে তিনি অন্য দলে যোগ দেবেননা বললেও রাজনীতিতে কোন কিছুই নিশ্চিত নয়। সে ক্ষেত্রে বাবুল যদি বিজেপির বদলে অন্য কোনো দলে যান, তাহলে আরো মুখ পুড়বে গেরুয়া শিবিরের। তাই এবার বাবুলকে ধরে রাখতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটাই দেখার। পাশাপাশি সবার অনুরোধে বাবুল কি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন, তা নিয়েও থাকছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!