সরকারি আধিকারিকে মার, বিপাকে বিজেপি নেতা জাতীয় রাজ্য January 18, 2018 সরকারি আধিকারিকের গায়ে হাত তোলায় ঘোর বিপাকে পড়েছেন বিজেপি নেতা রাজধানী যাদব। নিজের কর্তব্য পালন করতে গিয়ে নিগৃত হলেন এই সরকারি আধিকারিক। সুত্রের খবর আজ সকালে লাতেহারার এক পরিবহন আধিকারিক এফ বারলা ঝড়খন্ডের বিজেপি নেতা রাজধানী যাদবের গাড়ির নম্বর প্লেট খুলতে যান। নম্বর প্লেট খোলার সময় খোদ রাজধানী যাদব সেখানে উপস্থিত হন এবং গোটা বিষয়টি দেখে বেজায় চটে যান সাথে সাথেই তিনি ওই আধিকারিককে মারধর শুরু করেনএবং তার সাথে গালিগালাজ ও দেন বলে অভিযোগ। এই ঘটনার পরে পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই সরকারি অফিসারকে দ্রুত হাসপালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে সরকারি আধিকারিক নম্বর প্লেট সরাচ্ছিলেন তা নিয়ে ধোঁয়াসার সৃষ্টি হয়েছে। অন্য দিকে রাজধানী যাদবের অভিযোগ তাঁকে কিছু না জানিয়ে এই কাজ করা হচ্ছিল। তবে তার জন্য সরকারি অফিসারের গায়ে হাত তুলবেন? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আপনার মতামত জানান -