এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা

দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা

দুর্নীতির অভিযোগ তুলে গত সোমবার উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা।ঘটনাটি ঘটেছে করিমপুর-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। তৃণমূলের করিমপুর-১ ব্লকের কার্যকরী সভাপতি কৃষ্ণপদ সরকার অভিযোগ তুলে বলেন যে পঞ্চায়েতের কাছে সরকারি টাকার কোনো নির্দিষ্ট হিসাব নেই।কোন খাতে কত কি লাগছে তা তারা ঠিক মতো দেখাতে পারছে না।সরকারি টাকার এই ধরণের গন্ডগোলের জন্যই তারা বিক্ষোভে সরব হয়েছেন।
তাদের দাবি তারা এই বিষয় নিয়ে অনেক বারই উপপ্রধানের দ্বারস্থ হয়েছেন।কিন্তু প্রতি বারই কোনো সঠিক উত্তর না পাওয়ায় উপপ্রধানকে ঘরে আটকে তালা লাগিয়ে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।খবর পেয়ে করিমপুর-১ ব্লকের বিডিও সুরজিৎ ঘোষ সন্ধ্যা সাতটা নাগাদ পঞ্চায়েতে এসে বিক্ষোভকারীদের আশ্বাস দেন যে বিষয়টিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।এই আশ্বাস পাওয়ায়  তৃণমূল কর্মীরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন।পঞ্চায়েতের উপপ্রধান তারক সরখেল বলেন,এদিন তৃণমূলের কর্মীরা তার কাছ থেকে  পঞ্চায়েতের ক্যাশ বইয়ের ফোটোকপি চাইলে তিনি জানান বিডিওর অনুমতি ছাড়া কোনও কাগজপত্র তিনি দিতে পারবেন না।তাই তারা এমন বিক্ষোভ করেন।একই সাথে পঞ্চায়েতের উপর লাগা সমস্ত অভিযোগকেও তিনি খারিজ করেন।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!