তৃণমূল নেতার মাকে গুলি, গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপির হামলা – তুমুল তরজা তাই নিয়ে বিশেষ খবর রাজ্য April 8, 2018 আক্রান্ত হওয়ার আশঙ্কায় আগে থেকেই দিন গুজরান করছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা জয়নাল আবেদিন গাজি। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির জানলা থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন জয়নাল আবেদিনের মা সাহিদা বিবি। এই ঘটনার পরে কার্যতই ক্ষুব্ধ জয়নাল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করতে এসে ভুল করে মাকে গুলি করে বসে। প্রার্থী না-হওয়ার জন্য কয়েকদিন ধরেই বিজেপির কয়েকজন নেতা-কর্মী তাঁকে হুমকি দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে হুমকি দিয়ে যায়। যদিও বিজপির তরফ থেকে একথা অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে তদন্তের কাজ শুরু হয়েছে, এখনও পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে আক্রান্ত পঞ্চান্ন বছর বয়েসী সাহিদা বিবিকে ওই রাতেই প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে শুক্রবার সকালে কলকাতার একটি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করা হয়, সেখানে অস্ত্রোপচার করে তাঁর বুক থেকে গুলি বের করা হয়। প্রসঙ্গত, জয়নাল আবেদিনের বাড়ি হিঙ্গলগঞ্জের ব্লকের সান্ডেলের বিল পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামে। ঐ পঞ্চায়েতের সদস্যও তিনি। যে ঘরে জয়নাল সাধারণত ঘুমোন, বৃহস্পতিবার রাতে সেই ঘরে তিনি ছিলেন না। তাঁর মা সাহিদা বিবি নাতিকে নিয়ে সেই ঘরে ঘুমোচ্ছিলেন। জয়নাল ছিলেন অন্য ঘরে। কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে সাহিদা যে ঘরে ঘুমোচ্ছিলেন, সেই ঘরের খোলা জানলা দিয়ে চার রাউন্ড গুলি চালায়। যদিও বিজেপির বসিরহাট জেলার সভাপতি হাজারিলাল সরকারের দাবি, নিজেদের দলীয় কোন্দলের জন্যই গুলি চলেছে তৃণমূল নেতার বাড়িতে। বিজেপির উপর মিথ্যা অভিযোগ আনা হছে। আপনার মতামত জানান -