এখন পড়ছেন
হোম > অন্যান্য > একের পর এক ফলক বদল, নতুন-পুরোনো পাশাপাশি সহাবস্থান বিধানসভায়

একের পর এক ফলক বদল, নতুন-পুরোনো পাশাপাশি সহাবস্থান বিধানসভায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টআগামীকাল অর্থাৎ 2 রা জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। আর তার আগেই এবার হাত পড়ল মন্ত্রীদের ঘরে। বিধানসভায় প্রত্যেক মন্ত্রীর নির্দিষ্ট ঘর থাকে। এবার সেসব ঘরের পরিবর্তনের পালা। বদলাচ্ছে নামের ফলক। রাজ্যের তিন হেভিওয়েট পার্থ চ্যাটার্জ্জী, ববি হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নামের ফলক বদল হতে চলেছে। একইসাথে এবার ঘরের দরজায় নতুন ফলক পেয়েছেন পুলক রায়, রথীন ঘোষ, বঙ্কিম হাজরা। কারণ এরা প্রত্যেকেই মন্ত্রিসভায় নতুন সদস্য। মুখ্যমন্ত্রীর ঘরের পাশের ঘরেই বসেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘর বদল না হলেও নামের ফলক বদল হচ্ছে।

2011 সাল থেকে তাঁকে শিল্প ও পরিষদীয় মন্ত্রী হিসেবে দেখা গিয়েছে। পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রী হয়েও এই ঘরেই ছিলেন, বর্তমানে তিনি শিল্পমন্ত্রী। পাশাপাশি ফিরহাদ হাকিমের ক্ষেত্রেও বদল হচ্ছে। তবে সেক্ষেত্রেও বিধানসভায় তাঁর ঘর বদল না হলেও ঘরের ফলক বদল হচ্ছে। এতদিন তিনি ছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী। কিন্তু এবার তিনি পরিবহণ এবং হাউজিংয়ের দায়িত্বে এসেছেন। উত্তর 24 পরগনার দুই মন্ত্রীর মধ্যে একজন আবার নতুন মন্ত্রী তাই নতুন ঘর। অপরজনের শুধুমাত্র দপ্তর বদল হয়েছে। কথা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। গত 10 বছর ধরে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার তিনি বনমন্ত্রী। তাই তাঁর ঘরের নামের ফলক বদল হয়েছে। অন্যদিকে বিধানসভায় এবার নতুন ঘর, নতুন ফলক পেলেন নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পাশাপাশি তাঁর ঘরের পাশেই রয়েছে অরূপ বিশ্বাসের ঘর। এতদিন তিনি পূর্ত ও ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েছেন। এবার তিনি বিদ্যুৎমন্ত্রী হয়েছেন। তাই তাঁর ঘরের ফলক বদল হয়েছে। বিধানসভায় মন্ত্রীদের প্রত্যেকেই ওপরের ঘর পেয়েছেন। শুধুমাত্র নিচের ঘর পেয়েছেন রথীন ঘোষ বলে জানা যাচ্ছে।

বিধানসভা সূত্রে জানা গেছে, প্রত্যেক পূর্ণ মন্ত্রীকে একটি করে নির্দিষ্ট ঘর দেওয়া হয়। কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং রাষ্ট্রমন্ত্রীদের জন্য একটি বড় ঘরকে ভাগ করে দেওয়া হয়। বিধানসভার সব মন্ত্রীদের জন্য মোট 44 টি ঘর ধরে রাখা হয়েছে। সব মিলিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই জমজমাট সেখানকার পরিবেশ। নামের ফলক বদলের পাশাপাশি বিধানসভা নতুন করে সেজে উঠছে। আগামী দিনে বাজেট অধিবেশন দিয়ে বিধানসভায় প্রবেশ হবে নতুন মন্ত্রীদের এবং বিরোধী দলের নেতাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!